ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লৌহজংয়ে মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

প্রকাশিত: ০৪:১৯, ১৯ নভেম্বর ২০১৭

লৌহজংয়ে মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ বঙ্গবন্ধুর কনিষ্ঠ জামাতা দেশবরণ্যে শিক্ষাবিদ প্রফেসর ড. সফিক আহম্মেদ সিদ্দিক বলেছেন, জাতীয় সঙ্গীতের প্রতি ভালবাসা থাকলে দেশের জন্যও ভালবাসা থাকবে। তাই সকলকে আগে ভালভাবে জাতীয় সঙ্গীত জানতে হবে। জাতীয় সঙ্গীত দেশের ঐতিহ্য বহন করে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বলতে হলে বিক্রমপুরকে বাদ দেয়া চলবেনা। বিক্রমপুরের ইতিহাস ও ঐতিহ্য শুধু দেশেই নয়, বিদেশের মাটিতেও ছড়িয়ে আছে। তিনি শনিবার লৌহজং কলেজ প্রাঙ্গণে ‘অগ্রসর বিক্রমপুর’ আয়োজিত কৃতী শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রসর বিক্রমপুর লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূইয়া কেনেডি। প্রধান বক্তা ছিলেন অগ্রসর বিক্রমপুরের সভাপতি ড. নূহ-উল-আলম লেনিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মাহবুবে আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আনোয়ার হোসেন, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, ন্যাশনাল বুক সেন্টারের পরিচালক (উপসচিব) নজরুল ইসলাম, কর্নেল মোহাম্মদ সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ সিকদার, প্রফেসর ডাঃ আবু ইউসুফ ফকির ও অধ্যক্ষ মোজাম্মেল হক, এনামুল হক খসরু, মুক্তিযোদ্ধা আবুল বাসার প্রমুখ। অনুষ্ঠানে ছয় গুণীজনকে সম্মাননা ও একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৮৬ কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে অতিথি এবং গুণীজনদের উত্তরীয় পরিয়ে দেয়া হয়। এদের মধ্যে মুক্তিযোদ্ধা ও সমাজসেবক মনোয়ার মাহবুব আলম, মুক্তিযোদ্ধা মাহবুব-আলম বাহার, সমাজসেবক আলহাজ ইদ্রিস আলী, শ্রেষ্ঠ মাতা সাহিদা বেগম, হেলেনা বেগম, রত্নাগর্ভা মাতা শামসুর নাহার ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়।
×