ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোরে ঠিকাদারদের নির্মাণ কাজের দরপত্র বর্জন

প্রকাশিত: ০৩:১১, ১৯ নভেম্বর ২০১৭

যশোরে ঠিকাদারদের নির্মাণ কাজের দরপত্র বর্জন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ নির্মাণ সামগ্রীর বাজার মূল্যের চেয়ে এলজিইডি নির্ধারিত মূল্য কম অভিযোগ তুলে জেলায় ৪৩ কোটি টাকার নির্মাণ কাজের দরপত্রে সাড়া দেয়নি ঠিকাদাররা। তাদের অভিযোগে, এলজিইডির দরপত্রে নির্মাণ সামগ্রীর দাম ৫/৭ শতাংশ কমানো হয়েছে। এতে এলজিইডি নির্ধারিত মূল্যে নির্মাণ সামগ্রী ক্রয় করা সম্ভব নয়। নির্ধারিত মূল্যে নির্মাণ কাজ করতে গেলে ঠিকাদারদের ক্ষতির মুখে পড়তে হবে। নির্মাণ সামগ্রীর মূল্য পুনঃনির্ধারণ না করলে ঠিকাদাররা কঠোর আন্দোলনে নামারও ঘোষণা দেন। শনিবার দুপুরে শহরের প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঠিকাদাররা। এলজিইডি তালিকাভুক্ত ঠিকাদারদের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মীর জহুরুল ইসলাম। তিনি অভিযোগ করেন, এলজিইডি ২০১৭-১৮ অর্থবছরে দরপত্রের নির্মাণ সামগ্রীর যে মূল্য নির্ধারণ করেছে, তা গত অর্থবছরের তুলনায় ৫/৭ শতাংশ কম। সরকারের অন্যান্য বিভাগ নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি করলেও এলজিইডি কমিয়েছে। এলজিইডির কতিপয় উর্ধতন কর্মকর্তার সিদ্ধান্তে সরকারের উন্নয়নমূলক কর্মকা- বাধাগ্রস্ত হবে বলেও তিনি উল্লেখ করেন। যশোরে ডাকাতের হামলায় আহত তিন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শুক্রবার গভীর রাতে শহরের উপকণ্ঠের এক বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতদের দায়ের কোপে আহত হয়েছেন গৃহস্বামী মশিয়ার রহমান, তার স্ত্রী শাহানাজ সুলতানা এবং একমাত্র পুত্র যশোর ক্যান্টনমেন্ট কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র শামস রহমান দিপ্ত। ঘটনাটি ঘটেছে শহরের উপকণ্ঠ তপসীডাঙ্গা গ্রামে। গভীর রাতে ৮-১০ লুঙ্গি পরিহিত ডাকাত মশিয়ার রহমানের বাড়ির গ্রিল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা ১০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিস লুট করে নেয়। নোয়াখালীতে তিন ডাকাত আটক নিজস্ব সংবাদদাতা নোয়াখালী থেকে জানান, কোম্পানীগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত উপজেলার চরপার্বতী ইউনিয়নের পাঠানতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্তত ৭ ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হচ্ছে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার করম উল্যাহ্ গ্রামের আমিন উল্যাহ্র ছেলে সাইফুল ইসলাম সোহাগ (২৪), নোয়াখালীর সেনবাগ উপজেলার শ্যামেরগাঁও গ্রামের আব্দুর রবের ছেলে এনামুল হক মানিক (২৭) ও কবিরহাট উপজেলার দক্ষিণ জগদানন্দ গ্রামের বাহারের ছেলে দুলাল রাজা। বেনাপোলে ১৬ নারী-পুরুষ ও শিশু আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ সীমান্তের সাদীপুর গ্রাম থেকে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১৬ নারী-পুরুষ ও এক শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের বাড়ি খুলনা, বরিশাল, বাগেরহাট, ভোলা ও পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।
×