ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজ থিয়েটার বগুড়ার নবান্ন উৎসব

প্রকাশিত: ০৭:০৮, ১৮ নভেম্বর ২০১৭

কলেজ থিয়েটার বগুড়ার নবান্ন উৎসব

সংস্কৃতি ডেস্ক ॥ বগুড়ার সরকারী আজিজুল হক কলেজের মুক্তমঞ্চে নবান্ন উৎসবের আয়োজন করে কলেজের নাট্য সংগঠন কলেজ থিয়েটার। ২ অগ্রহায়ণ বৃহস্পতিবার চাল ছাঁটার জন্য কিষাণীদের উরানগাইনের মাধ্যমে দিনব্যাপী নবান্ন উৎসবের উদ্বোধন হয়। আয়োজনে ছিল আনন্দ পদযাত্রা, নবান্ন কথন, নবান্নের গান, কবিতা, নৃত্য, নাটক এবং ফিউশন পালা। সকাল সাড়ে ১০টায় ছিল পদযাত্রার পর নবান্ন উৎসব ১৪২৪-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি ছিলেন সরকারী আজিজুল হক কলেজ বগুড়ার অধ্যক্ষ ও কলেজ থিয়েটারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোঃ সামস্-উল আলম। কলেজ থিয়েটারের নাট্যকর্মীরা অতিথিদের কলার পাতায় ক্ষীর আর নতুন ধানের পিঠা পরিবেশন করে। অতিথিদের বরণ করার পর প্রধান অতিথির হাতে নবান্ন উৎসব স্মারক তুলে দেয় কলেজ থিয়েটারে কর্মীরা। ]এ সময় নাট্যকলায় বিশেষ অবদানের জন্য বগুড়া জেলা শিল্পকলা একাডেমি কর্তৃক সম্মাননা পাওয়ায় বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না এবং লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দ্বিতীয় রানার্সআপ বগুড়া থিয়েটারের নাট্যকর্মী সঞ্চিতা রানী দত্তকে সংবর্ধিত করে কলেজ থিয়েটার। এরপর নবান্ন কথন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি সিজুল ইসলাম। বক্তব্য রাখেন উদ্বোধক ও প্রধান অতিথি অধ্যাপক মোঃ সামস্-উল আলম, কারমাইকেল কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় অধ্যাপক খৈয়াম কাদের, নওগাঁ সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. বেলাল হোসেন, কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জহুরা ওয়াহিদা রহমান, সহযোগী অধ্যাপক ড. গাজী তৌহিদুল আলম চৌধুরী, বগুড়া ইয়ুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, বগুড়া বাউল গোষ্ঠীর সভাপতি আবু সাইদ সিদ্দিকী, কলেজ থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বগুড়া থিয়েটারের সহ-সভাপতি এ্যাডভোকেট পলাশ খন্দকার, কলেজ ছাত্রলীগ সভাপতি কেএম মোজাম্মেল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ। বক্তব্য রাখেন কলেজ থিয়েটারের সাধারণ সম্পাদক ওসমান গনি এবং নবান্ন উৎসব উদযাপনের আহ্বায়ক আরাফাত হোসেন। দলীয় সঙ্গীত পরিবেশনের পর ‘মহাদেব‘ নাটক মঞ্চায়ন করে কলেজ থিয়েটার। নাটকটির রচনা ওসমান গনি এবং নির্দেশনা শোভন চন্দ্র সরকার। অভিনয় করে সিজুল ইসলাম, ফারিহা রহমান রাইজা, কেএম আশিক, নির্মল মাহাতো, রাসেল মিয়া জাদু, সাকিব শুভ, মুগ্ধ, বিশাল চাকী। নেপথ্য সঙ্গীতে ছিলেন সুব্রত কুমার সজল, সুবাস চন্দ্র দাস মিঠু, রাশিয়ান চন্দ্র, শামিমা আক্তার জুঁই, ঐশী রায়। নৃত্য পরিবেশন করে নৃত্যছন্দম আর্টস একাডেমির নৃত্যশিল্পীরা। এ ছাড়াও কুশান পালা, নছিমন পালা, বেহুলার পালা, আলকাপ, ময়মনসিংহ গীতিকা, বিয়ের গীত এবং যাত্রাপালার আঙ্গিক নিয়ে ফিউশন ‘পালা সংসার’ মঞ্চস্থ করে কলেজ থিয়েটার। সাইফুল ইসলাম বুলবুলের ভাবনায়, নির্মল মাহাতোর নির্দেশনায় এতে অভিনয় করে সিজুল ইসলাম, সাইফুল ইসলাম বুলবুল, নির্মল মাহাতো, রাসেল মিয়া জাদু, কেএম আশিক, স্বাধীন, মুগ্ধ। আবহ সঙ্গীতে ছিলেন সুব্রত কুমার সজল, সুবাস চন্দ্র দাস মিঠু, রাশিয়ান চন্দ্র, শামিমা আক্তার জুঁই, ঐশী রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ থিয়েটারের সমন্বয়কারী আমজাদ হোসেন শোভন এবং সাইফুল ইসলাম বুলবুল। এবার কলেজ থিয়েটার তাদের এই আয়োজনে বগুড়ার সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজ এবং সৈয়দ আহম্মদ কলেজ ২১ নবেম্বর এবং ২৩ নবেম্বর নবান্ন উৎসব পালন করবে।
×