ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ নভেম্বর ২০১৭

আসামি গ্রেফতার দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১৭ নবেম্বর ॥ নড়াগাতি থানার মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামে গৃহবধূ তাসলিমা নাসরিন (৩০) নির্যাতন মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামের সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন নির্যাতিত গৃহবধূ তাসলিমা নাসরিন, মা হাসিয়ারা বেগম, ডুমুরিয়া গ্রামের হাসনাত শেখ প্রমুখ। জানা যায়, প্রায় দুই বছর আগে নড়াইলের নড়াগাতি থানার মোহাম্মদপুর ডুমুরিয়া গ্রামের হেমায়েত হোসেন চৌধুরীর মেয়ে তাসলিমা নাসরিনকে একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শেখ হাদিউজ্জামান (৩৯) বিয়ে করেন। বিয়ের পর হাদিউজ্জামান তাসলিমার কাছে বিভিন্ন সময়ে যৌতুক দাবি করলে তাকে দুই লাখ টাকা দেয়া হয়। আগামী ১২ ও ১৯ জানুয়ারি থেকে দু’পর্বে বিশ্ব এজতেমা নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৭ নবেম্বর ॥ ২০১৮ সালের বিশ্ব এজতেমাকে সফল করতে শুক্রবার সকাল থেকে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে তাবলীগ জামাতের ৫ দিনব্যাপী জোড় এজতেমা। এই জোড় এজতেমায় বিশ্ব এজতেমাকে সফল করতে সারাদেশের ৬৪টি জেলার তাবলীগ মুরব্বিদের নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আগামী ১২ ও ১৯ জানুয়ারি থেকে দু’পর্বে শুরু হবে তাবলীগ জামাতের বিশ্ব এজতেমা। এদিকে বিশ্ব এজতেমা সফল করতে বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান হুমায়ুন কবিরের সভাপতিত্বে ভাওয়াল সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ঈশ্বরদীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ঈশ্বরদীর আইনজীবীদের সমন্বয়ে ২১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলা রোডস্থ জাতীয় সাংবাদিক সোসাইটি কার্যালয়ে এ সেল পুনর্গঠন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ড. কুয়াশা মাহমুদ। সভাপতি ছিলেন পাবনা জজ কোর্টের পিপি আক্তারুজ্জামান মুক্তা। সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের সমন্বয়ক হিসেবে জাতীয় সাংবাদিক সোসাইটি ঈশ্বরদী সাংগঠনিক জেলা শাখার সভাপতি তৌহিদ আক্তার পান্না। বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কোন সাংবাদিকের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানিমূলক মামলা দায়ের হলে আইনগত সহায়তা দানের আশ্বাস দেন। একই সঙ্গে তারা উন্নত ও স্বচ্ছ সাংবাদিকতার মাধ্যমে সমাজ উন্নয়ন ও আইনজীবীদের সহযোগিতা করারও দাবি করেন।
×