ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মির্জা আব্বাসের আবেদন খারিজ, রানার জামিন বিষয়ে রায় রবিবার

প্রকাশিত: ০৫:২০, ১৭ নভেম্বর ২০১৭

মির্জা আব্বাসের আবেদন খারিজ, রানার জামিন বিষয়ে রায় রবিবার

স্টাফ রিপোর্টার ॥ সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতির মামলায় চার্জ পুনর্গঠন চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানার জামিন বিষয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী রবিবার রায় ঘোষণা করবেন হাইকোর্ট। পটুয়াখালীতে সন্তান প্রসবের সময় এক নারীর পেটে গজ রেখে অপারেশন শেষ করা অপারেশনকারী ভুয়া ডাক্তার রাজন দাসকে আটক করে ১০ ডিসেম্বরের মধ্যে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে আটক করতে প্রয়োজনে র‌্যাবের সহায়তা নিতে বলা হয়েছে। অন্যদিকে কুমিল্লায় সন্তান প্রসবের আগে ৩৭ সপ্তাহ পর্যন্ত যমজ দুই সন্তান জীবিত ছিল বলে কুমিল্লার সিভিল সার্জন হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে ডাক্তারকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য ২১ নবেম্বর দিন ঠিক করেছেন আদালত। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। সম্পদের তথ্য গোপন করার অভিযোগে দুর্নীতির মামলায় চার্জ পুনর্গঠন চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
×