ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হিজাব পরা বার্বি ডল

প্রকাশিত: ০৫:৫৪, ১৬ নভেম্বর ২০১৭

হিজাব পরা বার্বি ডল

অলিম্পিকে অংশগ্রহণকারী আমেরিকার ক্রীড়াবিদের সম্মানে প্রথমবারের মতো হিজাব পরা বার্বি ডল তৈরি করা হয়েছে। ইবতিহাজ মুহাম্মাদ, একজন ফেন্সার বা তলোয়ারবিদ। তিনি প্রথম আমেরিকান মুসলিম নারী যিনি হিজাব পরে গত বছরের রিও অলিম্পিকসে অংশ নেন এবং ব্রোঞ্জ মেডেলও জয় করেছেন। তাঁর আদলে তৈরি হিজাব পরা বার্বি ডল নিয়ে আসছে আমেরিকার খেলনা নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল। ইবতিহাজ বলেছেন তাঁর শৈশবের স্বপ্ন এবার সত্যি হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান ম্যাটেল এর আগে যেসব খেলনা তৈরি করত তা নিয়ে সমালোচনাও হতো। সমালোচকদের বক্তব্য- এ প্রতিষ্ঠানটির তৈরি বার্বি ডল বেশিরভাগই চিকন ও আকর্ষণীয়। কিন্তু এখন ম্যাটেল বলছে, তারা বিভিন্ন ধরনের, বিভিন্ন নারী ব্যক্তিত্বের আদলে বার্বি ডল তৈরি করবে, যা নারীদের অনুপ্রাণিত করবে, খেলা বা সাংস্কৃতিক অঙ্গনে কিছু করে দেখানোর কথা ভাববে। ইবতিহাজের আদলে তৈরি এই বার্বি ডলটি সম্প্রতি উন্মোচন করা হয়। -বিবিসি অবলম্বনে।
×