ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ॥ রাজস্ব বঞ্চিত সরকার

প্রকাশিত: ০৪:২২, ১৫ নভেম্বর ২০১৭

মহেশখালীতে অবৈধভাবে বালু উত্তোলন ॥ রাজস্ব বঞ্চিত সরকার

নিজস্ব সংবাদদাতা, মহেশখালী, ১৪ নবেম্বর ॥ পাহাড় কাটার মাটি ও নদীর চওে জেগে ওঠা বালুমহাল ইজারা না হওয়ায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। এই সুযোগে উপজেলার কালারমারছড়ায় প্রভাবশালীরা এসব বালুমহাল অবৈধভাবে দখলে নিয়ে লুটে মেতে ওঠেছে। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বালুমহালগুলো নিয়ন্ত্রণে রেখে প্রতিমাসে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। প্রশাসনের নজরদারি না থাকায় তারা আরও বেশি উৎসাহিত হয়ে বালু বিক্রি অব্যাহত রেখেছে বলে জানান স্থানীয় লোকজন। সরেজমিনে দেখা যায়, কালারমারছড়ার-চালিয়াতলী থেকে ষাইটমারা পর্যন্ত প্রধান সড়কের দু’পাশে বিশাল বালুমহাল প্রভাবশালীরা দখলে নিয়ে চালাচ্ছে বালুু বিক্রি। প্রতিদিন ট্রাকে করে এসব বালু মাতারবাড়ী ইউনিয়ন ও পার্শ্ববর্তী চকরিয়া বদরখালী ইউনিয়নে পাচার করছে বলে জানা গেছে। প্রতিদিন শত শত ট্রাকযোগে (ডাম্পার) বালু মাতারবাড়ী-পার্শ্ববর্তী বদরখালী ইউনিয়নের বিভিন্ন নিচু জায়গা জলাশয়, পুকুর, খাল ভরাট করতে পাচার করে আসছে একটি সিন্ডিকেট। বালুমহাল থেকে ইজারা ছাড়া বালু উত্তোলন সরকারীভাবে নিষিদ্ধ থাকলেও মানা হচ্ছে না এসব নিষেধ। স্থানীয় লোকজন বলেন, কালারমারছড়া চালিয়াতলী ও শাপলাপুর বালুমহাল থেকে প্রভাবশালীরা বালু বিক্রি করে কোটি কোটি টাকা আয় করে নিজের পকেট ভারি করে। যার ফলে সরকার প্রচুর পরিমাণে রাজস্ব হারাচ্ছে। এসব বালুমহাল উদ্ধার করে প্রশাসনের নিয়ন্ত্রণের মাধ্যমে ইজারার ব্যবস্থা করা হলে সরকারের রাজস্ব বাড়বে।
×