ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

কয়েকদিনের মধ্যে লেবানন ফিরছি ॥ সাদ হারিরি

প্রকাশিত: ০৪:০৫, ১৪ নভেম্বর ২০১৭

কয়েকদিনের মধ্যে লেবানন ফিরছি ॥ সাদ হারিরি

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি রবিবার জানিয়েছেন, তিনি কয়েকদিনের মধ্যে দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র দাখিল করবেন। রিয়াদের ফিউচার টিভিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা জানান। খবর বিবিসির ও ফিন্যান্সিয়াল টাইম অনলাইনের। চার নবেম্বর সৌদি আরব থেকে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে সাদ হারিরি পদত্যাগ করার কথা ঘোষণা করার পর এই প্রথম তিনি জনসমক্ষে কথা বললেন। টেলিভিশন সাক্ষাতকারে তাকে খুব ক্লান্ত ও বিধ্বস্ত দেখাচ্ছিল। তিনি অভিযোগ করে বলেন, ইরান সমর্থিত হিজবুল্লাহ মুভমেন্টের জন্য তার ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি পদত্যাগ করছেন। এদিকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য অন্যান্য দেশকে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, তারা যেন লেবানন সঙ্কটকে কোন ছায়াযুদ্ধের ক্ষেত্র হিসেবে ব্যবহার না করে। টিভি সাক্ষাতকারে হারিরি বলেন, আমি পদত্যাগ করেছি।
×