ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে আইজিপিকে ইসির চিঠি

প্রকাশিত: ০৭:৫৩, ১৩ নভেম্বর ২০১৭

নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদারে আইজিপিকে ইসির চিঠি

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী হামলার শঙ্কায় নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনারদের নিরাপত্তা জোরদার করতে বলা হয়েছে। ইসি সচিবালয়ের উপসচিব আবদুল হালিম খান স্বাক্ষরিত চিঠি বৃহস্পতিবার আইজিপির কাছে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি ও নির্বাচন কমিশনারদের দফতর। এছাড়া ইসি সচিবালয় ও নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটও (ইটিআই) এখানে অবস্থিত। নির্বাচন ভবনে প্রতিনিয়তই রাজনৈতিক দল, মন্ত্রী, সংসদ সদস্য, দেশী-বিদেশী গণমান্য ব্যক্তি আসছেন। আগামীতে অনুষ্ঠিতব্য ছয় সিটি কর্পোরেশন নির্বাচন ও একাদশ সংসদ নির্বাচনের কার্যক্রমও শুরু হয়েছে। নির্বাচন কমিশন একটি স্পর্শকাতর ও সাংবিধানিক প্রতিষ্ঠান। সম্প্রতি কিছু জঙ্গীগোষ্ঠী বিভিন্নস্থানে হামলার পরিকল্পনা করছে বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ অবস্থায় নির্বাচন ভবনের বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থা ও সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা বেশি জোরদার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে কমিশন। পুলিশ মহাপরিদর্শক বরাবর পাঠানো চিঠির অনুলিপি দেয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সচিব, ডিএমপি কমিশনার, তেজগাঁও উপকমিশনার, ট্রাফিক নর্থ, শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছেও। এর আগে দশম সংসদ নির্বাচনে আগে বিএনপির নির্বাচন বর্জনের মুখে ২০১৩ সালের অক্টোবরেও নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ পর্যায়ের সব নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল ইসি।
×