ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল

প্রকাশিত: ০৫:৩৪, ১০ নভেম্বর ২০১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কাল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কাল শনিবার। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূল কেন্দ্র ছাড়াও খুলনা প্রকৌশল ও প্রযু্িক্ত বিশ্ববিদ্যালয় (কুয়েট), রেভারেন্ড পল্স স্কুল ও হোপ পলিটেকনিক এ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট খুলনা উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মুখম-ল ও কান খোলা রাখতে হবে, ভর্তি পরীক্ষার্থীরা ক্যাম্পাসে বা অন্যান্য উপকেন্দ্রে মোবাইল ফোন বা কোন প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না এবং ভর্তি পরীক্ষায় দায়িত্বরত অবস্থায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসের মেইন গেট দিয়ে প্রবেশের সময় পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করা হবে। এ ছাড়া যানজট এড়াতে ভর্তি পরীক্ষার দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গল্লামারী ব্রিজ থেকে জিরোপয়েন্ট পর্যন্্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ku.ac.bd> Ges kuadmission.online এ পাওয়া যাবে।
×