ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থী নাসিম হত্যার ১৪ ঘণ্টা পর মামলা, গ্রেফতার নেই

প্রকাশিত: ০৫:৪৫, ৮ নভেম্বর ২০১৭

শিক্ষার্থী নাসিম হত্যার ১৪ ঘণ্টা পর মামলা, গ্রেফতার নেই

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় শিক্ষার্থী নাসিম আহমেদ ইমাদ উদ্দিন (২৪) হত্যাকান্ডের ৩৬ ঘণ্টায়ও পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করতে পারেনি। বাড্ডা থানার পুলিশ জানায়, ঘটনার ১৪ ঘণ্টা পর সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিহতের বাবা আলী আহমেদ সাইফ উদ্দীন একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আসিফ শিকদার (২১)। তার বাবার নাম সবুজ শিকদার। গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার মঙ্গলচি গ্রামে। দ্বিতীয় আসামি রজমান আলী (৩৮) ও তৃতীয় আব্দুর রশিদ (৫০)। মামলায় অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য ইতোমধ্যে বিভিন্ন সংস্থার একাধিক টিম মাঠে নেমেছে। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। নিহতের ছোট ভাই ইম্পেরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র নাবিল আহমেদ জানান, নাসিম ভাইয়ের মৃত্যুর পর মা পারভীন আক্তার শোকে পাথর হয়ে গেছেন। দিনরাত ছেলে জন্য কান্নাকাটি করছেন।
×