ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী কার্যক্রমের দায়ে বন্ধ করে দেয়া হলো লেকহেড গ্রামার স্কুল

প্রকাশিত: ০৫:৪৪, ৮ নভেম্বর ২০১৭

জঙ্গী কার্যক্রমের দায়ে বন্ধ করে দেয়া হলো লেকহেড গ্রামার স্কুল

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী কার্যক্রমের দায়ে রাজধানীর লেকহেড গ্রামার স্কুল বন্ধ করে দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর মঙ্গলবার ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজধানীর ধানম-ি ও গুলশানে অবস্থিত স্কুলটির দুটি শাখা বন্ধ করে দেয়া হয়। ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (জ্যেষ্ঠ সহকারী কমিশনার) মোঃ ইলিয়াস মেহেদী ধানম-ি শাখাটি বন্ধ করতে যান। জানতে চাইলে তিনি বলেন, স্কুলটির প্রশাসনিক কর্মকর্তার কাছে বিদ্যালয়ের সমস্ত কিছু জিম্মায় দিয়ে লিখিত আদায় করা হয়েছে। আজ বুধবার থেকে আর এই স্কুলের কোন কার্যক্রম চালানো হবে না বলে লিখিতভাবে বলা হয়েছে। অন্যদিকে শরিফুল আলম নামে অপর এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গুলশানের শাখাটি বন্ধ করা হয়। এর আগে গত রবিবার এক চিঠিতে এই স্কুলটি বন্ধের ব্যবস্থা নিতে ঢাকা জেলা প্রশাসককে অনুরোধ জানায় শিক্ষা মন্ত্রণালয়।
×