ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গী লালনকারীদের জনগণ ভোট দেবে না ॥ নৌমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৬, ৫ নভেম্বর ২০১৭

জঙ্গী লালনকারীদের জনগণ ভোট দেবে না ॥ নৌমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ৪ নবেম্বর ॥ যারা জঙ্গী-সন্ত্রাসী লালন করে, জনগণ তাদের ভোট দেবে না। আগামী নির্বাচনেও বিএনপি হারবে বলে মন্তব্য করেছে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। শনিবার বিকেলে সদর উপজেলার হবিগঞ্জ-শম্ভুক সড়কে আড়িয়াল খাঁ নদীর উপর নির্মিত ‘বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান’ সেতুর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নৌমন্ত্রী আরও বলেন,‘বর্তমানে শেখ হাসিনার অধীনে দেশে যে উন্নয়ন হচ্ছে তা জনগণ দেখছে। সুতরাং আগামী নির্বাচনেও আওয়ামী লীগেরই বিজয় হবে।’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের এক কথা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে আমাদের প্রার্থীর কাছে হেরেছেন। আর এ জন্যই তিনি ভুলভাল বলেন। তাই জঙ্গী-সন্ত্রাসী লালনকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।’ এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ, কে, এম সাদাত হোসেন, প্রকল্প পরিচালক শচীন্দ্রনাথ হালদার, জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ওবায়দুর রহমান খান কালু, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী প্রমুখ। যবিপ্রবিতে হ্যাচারি ও ওয়েট ল্যাবের ভিত্তিপ্রস্তর স্থাপন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ মাছের টেকসই উৎপাদনে কৌল তাত্ত্বিক গবেষণা, গুণগত মানের মাছের পোনা উৎপাদন, মা মাছের পুষ্টি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং বিশ্বমানের গবেষণাকে এগিয়ে নিতে যশোর বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্বমানের হ্যাচারি ও ওয়েট ল্যাব। শনিবার দুপুরে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে হ্যাচারির নির্মাণ কাজের উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের তত্ত্বাবধানে হ্যাচারি ও ওয়েট ল্যাবটি নির্মিত হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে হ্যাচারি মালিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন হ্যাচারি মালিকদের উদ্দেশে বলেন, হাতে-কলমে শিক্ষা ও গবেষণার মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন গড়ে ওঠে, সেই লক্ষ্যে এই ধরনের হ্যাচারি ও ল্যাব প্রতিষ্ঠা করছে। বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া শিক্ষার্থীরা যদি মানুষের কাজে না লাগে, তাহলে এই ধরনের গ্র্যাজুয়েট বের হয়ে কোন লাভ নেই। তিনি বলেন, ‘আমেরিকা কী চায় সেটা আমাদের বিষয় নয়। আমাদের দেশ কী চায়, সেটার জন্যই দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করা আমাদের লক্ষ্য।’ মতবিনিময় সভায় যশোর জেলা মৎস্য হ্যাচারি সমিতির সভাপতি আলহাজ মোঃ ফিরোজ খান বলেন, ‘আমরা আশা করি, এই হ্যাচারি প্রতিষ্ঠার মধ্য দিয়ে যশোরের মৎস্যচাষী ও বিশ্ববিদ্যালয়ের সংযোগ সৃষ্টি হলো। এর উত্তরোত্তর উন্নয়নের জন্য যশোরের সব মৎস্যচাষী সব ধরনের সহযোগিতা করবে।’
×