ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো-খবর

প্রকাশিত: ০৪:০১, ৫ নভেম্বর ২০১৭

টুকরো-খবর

শিক্ষক নিয়োগে অর্থ আত্মসাত নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৪ নবেম্বর ॥ সদর উপজেলার কবিরেরপাড়ায় কথিত আলহাজ আতিক উল্যা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে শিক্ষক নিয়োগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ওই এলাকার আব্দুস সালাম জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন। জানা গেছে, আলহাজ আতিক উল্যা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার নামে কোন প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই কবিরেরপাড়া এলাকায়। এই মাদ্রাসার নামে কোন ঘর বা তালিকায় থাকলেও প্রকৃত ছাত্রছাত্রীও নেই। এই ভুয়া প্রতিষ্ঠানের নামে শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট দফতরে যে জমি দাখিল করা হয়েছে তাও ভুয়া। অথচ ত্রুটিপূর্ণ এই জমিদাতা হিসেবে মাদ্রাসা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ওই এলাকার সানা উল্যাহ। উক্ত সভাপতি সিদ্দিক হোসেন নামে একজনকে মাদ্রাসার সুপার হিসেবে নিয়োগ করেছেন। এক্ষেত্রে শিক্ষা বিভাগের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে জেলা ও উপজেলা শিক্ষা অফিসে চিঠি দেয়া হয়েছে বলে অভিযোগে জানা গেছে। অথচ ওই মাদ্রাসায় শিক্ষক নিয়োগের নামে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। হত্যার বিচার দাবিতে মানববন্ধন স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগ। শনিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল প্রমুখ। মানববন্ধন থেকে অবিলম্বে ইমনের খুনীদের চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। কোতোয়ালি থানায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়। কচুয়ায় অগ্নিকান্ড নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর, ৪ নবেম্বর ॥ অগ্নিকা-ে ৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাচার হাজীবাড়িতে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ওই বাড়ির ভা-ারী বিল্লাত আলীর ঘরে মোমবাতির আগুন থেকে অগ্নিকা-ের সূত্রপাত। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ৭টি বসতঘর, মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান অগ্নিকান্ডে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ৩০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সদর উপজেলার তালতলী নদীতে অভিযান চালিয়ে ৩০মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড সদস্যরা। জব্দ জাটকা শনিবার সকালে বিভিন্ন এতিমখানা ও গরিবের মাঝে বিতরণ করা হয়েছে। এর আগে শুক্রবার গভীর রাতে তালতলী নদীর বিভিন্ন পয়েন্টে কোস্টগার্ড সদস্যরা জেলেদের ট্রলারে তল্লাশি চালিয়ে জাটকা জব্দ করে।
×