ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না মঈন-ফিন

প্রকাশিত: ০৬:২৫, ৪ নভেম্বর ২০১৭

দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না মঈন-ফিন

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে একটি বড় ধাক্কা লেগেছিল ইংল্যান্ড ক্রিকেট দলে। এবার এ্যাশেজ সিরিজ খেলা হবে কিনা বেন স্টোকসের তা এখনও অনিশ্চিত। নৈশ ক্লাবের সামনে মারামারির ঘটনায় তিনি এখন পুলিশের তদন্তনাধীন আছেন। এ কারণে যেতে পারেননি দলের সঙ্গে। তার বিকল্প হিসেবে পেসার স্টিভেন ফিনকে নিয়ে গেছে ইংলিশরা। কিন্তু বৃহস্পতিবার অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তিনি। একইদিনে নির্ভরযোগ্য অফস্পিন অলরাউন্ডার মঈন আলীও ইনজুরিতে পড়েন। তাদের স্ক্যান রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হয়েছে সফরের তিনটি প্রস্তুতি ম্যাচের মধ্যে প্রথম দুটিতেই খেলতে পারবেন না তারা। ব্যাটিংয়ের সময় বাঁ পায়ের হাঁটুর ইনজুরিতে পড়েন ফিন। আর মঈন সাইড স্ট্রেইনের সমস্যায় পড়েন। এ কারণে তারা গত দু’দিনই অনুশীলন করেননি। শুক্রবার স্ক্যান রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হয়েছে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাদের দু’জনকেই। ফলে আজ পার্থে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সঙ্গে দু’দিনের প্রস্তুতি ম্যাচে থাকছেন না এ দুই তারকা। অর্থাৎ বাকি ১৩ সদস্যের মধ্য থেকেই একাদশ গড়ে খেলতে হবে ইংল্যান্ডকে। এমনকি ৮ নবেম্বর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে চারদিনের প্রস্তুতি ম্যাচটিও এ্যাডিলেডে খেলতে পারবেন না তারা। এ্যাশেজ স্কোয়াডে ১৬ জন থাকলেও ২৬ বছর বয়সী নির্ভরযোগ্য অলরাউন্ডার স্টোকস আসতে পারেননি। ফলে একজন কম নিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখে ইংলিশরা। এবার সেখান থেকে আরও দু’জন ছিটকে গেলেন। তবে সফরের তৃতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে দু’জন খেলতে পারবেন এমনটাই প্রত্যাশা করছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট।
×