ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরব রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ০৬:১৪, ৪ নভেম্বর ২০১৭

ভৈরব রেলসেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৩ নবেম্বর ॥ শুক্রবার থেকে বহুল প্রতীক্ষিত মেঘনা নদীর ওপর নবনির্মিত দ্বিতীয় ভৈরব রেল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মতো সেতুটি পার হয়ে ভৈরব স্টেশনে আসে। এ সময় রেলওয়ে উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভারত ও বাংলাদেশের যৌথ অর্থায়নে সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৫শ’ ৬৭ কোটি টাকা। আগামী ৯ নবেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর আগে ২০১৩ সালের ডিসেম্বর থেকে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। তিন বছর প্রকল্প মেয়াদের এই সেতুটি নির্মাণ করতে এক বছর সময় বেশি লেগেছে।
×