ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিপিসি উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

প্রকাশিত: ০৫:৪১, ৪ নভেম্বর ২০১৭

সিপিসি উপলক্ষে যান চলাচলে বিধিনিষেধ

স্টাফ রিপোর্টার ॥ আগামী ৫ থেকে ৮ নবেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে ওই এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী ও এর সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। আগামী ৫ নবেম্বর সকাল সাড়ে দশটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী এবং সিপিসি’র ভাইস প্যাট্রন শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। ৬৩তম সম্মেলনে ৫২টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের সমন্বয়ে গঠিত ১৭৮টি ব্রাঞ্চের প্রায় সাত শ’ পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন প্রতিনিধিগণের উপস্থিত থাকার কথা রয়েছে। আগামী ৫ নবেম্বর সকাল দশটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত মানিক মিয়া এভিনিউ সড়কের পশ্চিম প্রান্ত (আড়ং ক্রসিং) থেকে মানিক মিয়া এভিনিউ সড়কের পূর্ব প্রান্ত (খেজুর বাগান ক্রসিং) হয়ে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত এবং ইন্দিরা রোডে যানবাহন চলাচল সীমিত থাকবে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণের জাতীয় সংসদ ভবনে প্রবেশ ॥ মিরপুর রোড হয়ে জাতীয় সংসদ ভবনে প্রবেশের ক্ষেত্রে আসাদগেট হয়ে জাতীয় সংসদের পশ্চিম পাশের টানেল রোড দিয়ে প্রবেশ করে ডানে মোড় নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ড্রপ করে সোজা মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করবেন এবং অনুষ্ঠান শেষে একই পথে বাহির হবেন। উড়োজাহাজ ক্রসিং হয়ে আসা অতিথিরা মণিপুরীপাড়া হয়ে জাতীয় সংসদের পূর্ব পাশের টানেল রোড দিয়ে প্রবেশ করে বামে মোড় নিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ড্রপ করে সোজা মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করবেন এবং অনুষ্ঠান শেষে একই পথে বাহির হবেন। স্পীকারস ডিনার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণের জাতীয় সংসদ ভবনে প্রবেশ ॥ স্পীকারস ডিনার অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনের টানেল রোডের পশ্চিম মাথা (আসাদ গেট) দিয়ে যানবাহন নিয়ে জাতীয় সংসদে প্রবেশ বন্ধ থাকবে। ডিনার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ টানেল রোডের পূর্ব মাথা (মণিপুরীপাড়া) দিয়ে এবং জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা বকুলতলা গেট দিয়ে প্রবেশ করতে পারবেন। আমন্ত্রিত অতিথিগণ টানেল রোডের পূর্ব মাথা (মণিপুরীপাড়া) দিয়ে প্রবেশ করে বামে মোড় নিয়ে দক্ষিণ প্লাজায় ডানে মোড় নিয়ে ভেন্যু গেটে ড্রপ করে বামে মোড় নিয়ে মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করবেন। আমন্ত্রিত অতিথিগণ খামারবাড়ি-জাতীয় সংসদ বকুলতলা গেট দিয়ে প্রবেশ করে বামে মোড় নিয়ে ভেন্যু গেটে ড্রপ করে বামে মোড় নিয়ে মানিক মিয়া এভিনিউ সড়কে পার্কিং করবেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) প্রবেশ ও পার্কিং ॥ আমন্ত্রিত অতিথিগণ বেগম রোকেয়া সরণি রোড ব্যবহার করে বিআইসিসি ক্রসিং হয়ে প্রবেশ গেট দিয়ে বিআইসিসিতে প্রবেশ করবেন এবং ড্রপ করে বাহির গেট দিয়ে বের হয়ে বাণিজ্য মেলার মাঠে নির্ধারিত স্থানে গাড়ি পার্কিং করবেন। বিকল্প রাস্তা ॥ আগামী ৫ নবেম্বর থেকে ৭ নবেম্বর পর্যন্ত বিআইসিসি ক্রসিং ও শিক্ষা প্রকৌশল ক্রসিং হতে বাণিজ্য মেলার মাঠ হয়ে গণভবন স্কুল ক্রসিং হয়ে প্রতিরক্ষা গ্যাপ পর্যন্ত যানবাহন চলাচল সীমিত থাকবে।
×