ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময় ॥ আটক ২৮

প্রকাশিত: ০৪:৪৮, ৪ নভেম্বর ২০১৭

সাভারে আন্তঃজেলা ডাকাত দলের সঙ্গে পুলিশের গুলি বিনিময় ॥ আটক ২৮

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৩ নবেম্বর ॥ ঢাকা-আরিচা মহাসড়কে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবেশে বাসে ডাকাতির সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে আন্তঃজেলা ডাকাত দলের ২৮ সদস্যকে আটক এবং তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন, ২৪ মোবাইল ফোন, দেশীয় অস্ত্র ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে হাত-পা বাঁধাবস্থায় পাঁচ যাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওসিসহ পুলিশের ৪ সদস্য আহত হন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে পৃথক ২টি মামলা দায়ের ও ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। জানা গেছে, মানিকগঞ্জ থেকে ছেড়ে আসা একটি বাসে এ যাত্রীবেশে ২৮ ডাকাত অবস্থান নেয়। পথিমধ্যে যাত্রীদের সর্বস্ব কেড়ে নেয়ার পরিকল্পনা করছেÑ এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ মহাসড়কের নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে বাসটি থামানোর সঙ্কেত দিলে বাসের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছুড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে এবং ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে এবং ২৮ জনকে আটক করে। আটককৃতরা হলোÑ মহসিন (২৫), আলামিন (২৪), কামরুল (২৩), ইকবাল (২৫), সোরহাব (২৬), রফিকুল (২৪), বাবুল (২৪), বাহারুল ইসলাম (২৫), জাকির (২৭), সুপন (২৫), শাহ আলম (২৭), রুহুল আমিন (২৫), বশির মোল্লা (২৫), আবু সাইদ (২৭), স্বপন মোল্লা (২৫), মামুন (২৬), রহিম (২৭), কাওসার (২৩), মেহেদী হাসান (২৪), হাবিবুর রহমান (২৬), ওহিদুজ্জামান (২৮), সানাউল্লাহ বেপারি (২৫), কাশেম (২৫), মুকসেদ (২৭), জাহিদুল ইসলাম (২৮), এনামুল (২৮), শফিকুল ইসলাম (২৭) ও ফরহাদ (২৫)। এ ঘটনায় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল আওয়াল ও পরিদর্শক জাহিদুল ইসলামসহ ৪ পুলিশ আহত হয়। পুলিশ জানায়, যাত্রীবেশে এ ডাকাত দলটি মহাসড়কের বিভিন্ন স্থান থেকে যাত্রী তুলে তাদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে মারধর করে অন্যত্র নামিয়ে দেয়। চক্রটি দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বাসে ডাকাতি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে এসআই মাসুদ রানা বাদী হয়ে অস্ত্র আইনে একটি ও বাসযাত্রী আসিফ মিয়া বাদী হয়ে অপর ১টি ডাকাতি মামলা দায়ের করেন। পাঁচদিনের রিমান্ডের আবেদন জানিয়ে তাদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়।
×