ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশব্যাপী জমে উঠেছে আয়কর মেলা

প্রকাশিত: ০৩:৪৬, ৩ নভেম্বর ২০১৭

দেশব্যাপী জমে উঠেছে আয়কর মেলা

জনকণ্ঠ রিপোর্ট ॥ সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার থেকে দেশের বেশ কয়েকটি জেলা ও উপজেলায় শুরু হয়েছে আয়কর মেলা। এবার ৮ বিভাগীয় মেলায় ৭দিন, ৫৬ উপজেলায় ৪দিন, ৩৪ উপজেলায় ২দিন ও ৭১ উপজেলায় (ভ্রাম্যমাণ) ১দিন মেলা অনুষ্ঠিত হবে। চাঁদপুর ॥ ‘আয়কর দিব হেসে, দেশকে ভালবেসে, জনকল্যাণে রাজস্ব’ এ স্লেøাগানে চাঁদপুরে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়নে জেলা আয়কর অফিসের আয়োজনে মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। নওগাঁ ॥ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁয় চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। কর অঞ্চল রাজশাহীর নওগাঁ ৩, ৪ ও ৫ সার্কেল এই মেলার আয়োজন করে। সহকারী কর কমিশনার উৎপল হালদারের সভাপতিত্বে স্থানীয় একটি হোটেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মালেক এমপি। লালমনিহাট ॥ বৃহস্পতিবার সকাল ১০টায় লালমনিরহাট জেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে আয়কর মেলার উদ্বোধন হয়েছে। মেলা চলবে আগামী ৫ নবেম্বর পর্যন্ত। মেলায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান, বিশেষ অতিথি ছিলেন পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার পরিদর্শী রেঞ্জ-৩, কর অঞ্চল রংপুর। নেত্রকোনা ॥ সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার কর ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতি পরিচালিত ‘ইউনিয়ন পরিষদের অন্তর্ভূক্তিমূলক ও স্বচ্ছ বাজেট প্রক্রিয়াকে গতিশীল করতে সুশীল সমাজ সংগঠনগুলোকে শক্তিশালীকরণ প্রকল্প’ এর সহযোগিতায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাঃ খালিদ হোসেন। নীলফামারী ॥ চব্বিশ কোটি ৩০ লাখ টাকা আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নীলফামারীতে চার দিনব্যাপী আয়কর মেলা/২০১৭ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় স্থানীয় শিল্পকলা একাডেমি চত্বরে আনুষ্ঠানিকভাবে এই মেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। গাইবান্ধা ॥ উপকর কমিশনার সার্কেল ১৯ গাইবান্ধা কর অঞ্চল বগুড়ার গাইবান্ধা অফিস কার্যালয় চত্বরে বৃহস্পতিবার থেকে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক গৌতম পাল। বাগেরহাট ॥ ‘উদ্ভাবনে বাড়বে কর, দেশ হবে স্বনির্ভর’ এই সেøাগানে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বাগেরহাট উপ-কর কমিশনারের কার্যালয় এর আয়োজনে শহরের শালতলাস্থ জেলা পরিষদের অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। কর আপীল অঞ্চল-খুলনার যুগ্ম কর কমিশনার মুঃ মহিতুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু। কিশোরগঞ্জ ॥ ‘সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই’-এ স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের গাইটালে আয়কর অফিস প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান। লক্ষ্মীপুর ॥ ‘আয়করের সংস্কৃতি বাংলাদেশের উন্নতি, আয়কর দিব হেসে দেশকে ভালবেসে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে চার দিনব্যাপী কর মেলা বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ শাহজাহান। রাঙ্গামাটি ॥ জাতীয় উন্নয়নে অভ্যন্তরীণ সম্পদ বাড়ানোর লক্ষ্যে বৃহস্পতিবার থেকে রাঙ্গামাটি চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ সেন্টারে চার দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। চট্টগ্রাম কর অঞ্চল-৩ এই মেলার আয়োজন করেছে। সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু এমপি এই মেলার উদ্বোধন করেন। কলাপাড়া ॥ কলাপাড়ায় দুই দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি। তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল বরিশালের উপ কর কমিশনার মোঃ আবুল কালাম আজাদ। ঝালকাঠি ॥ ঝালকাঠিতে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। সুখি স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই, এ স্লোগান নিয়ে সকাল ১১টায় শহরের সাধনার মোড়ে ঝালকাঠি আয়কর সার্কেল-৫ কার্যালয়ে মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম। মুন্সীগঞ্জে ॥ মুন্সীগঞ্জে ৪ দিনব্যাপী আয়কর মেলা ২০১৭- এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পায়রা এবং বেলুন উড়িয়ে আয়কর মেলার উদ্বোধন করা হয়। আয়কর মেলা প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এমপি। ফরিদপুর ॥ দেশের উন্নয়নে রাজস্ব বৃদ্ধিতে আয়কর প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করতে সারাদেশের ন্যায় ফরিদপুরে চার দিনব্যাপী আয়কর মেলা ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে শুরু হয়েছে। মেলার দ্বিতীয় দিন বৃহস্পতিবার মেলার স্টলগুলোতে আয়করদাতাদের ভিড় লক্ষ্য করা যায়। বুধবার সকালে রাজস্ব বোর্ডের আয়োজনে মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি ॥ ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব জন কল্যাণে রাজস্ব’ এ স্লোগানে খাগড়াছড়িতে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। চট্টগ্রাম কর অঞ্চল- ৩ এর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের একটি কনভেনশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম।
×