ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় নিজাম হাজারী দায়ী করলেন বিএনপির কোন্দলকে

প্রকাশিত: ০৫:৫৭, ২ নভেম্বর ২০১৭

খালেদার গাড়িবহরে হামলার ঘটনায় নিজাম হাজারী দায়ী করলেন বিএনপির কোন্দলকে

নিজস্ব সংবাদদাতা, ফেনী, ১ নবেম্বর ॥ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকা থেকে সড়ক পথে কক্সবাজার যাওয়ার পথে ও ফেরার পথে দুবার গাড়িবহরের পেছনে হামলা হয়েছে। হামলার ঘটনা নিয়ে আওয়ামী লীগ বুধবার দুপুরে একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে। সম্মেলনে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এ ঘটনার জন্য বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন। তিনি উল্লেখ করেন বিএনপি নিজেদের কোন্দল ঢাকার জন্য নিজেরা হামলা চালিয়ে সরকারী দলের ওপর দোষ চাপাচ্ছে। বহরে হামলার ঘটনায় মামলা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কক্সবাজার যাওয়ার পথে শনিবার বিকেলে ফেনী ফতেহপুরে গাড়িবহরের পিছনে গণমাধ্যম কর্মীদের গাড়ি ভাংচুর ও হামলার ঘটনায় মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় মামলা হয়েছে। ফেনী সদর কোর্টের পরিদর্শক একেএম নাজিবুল ইসলাম বাদী হয়ে ২৫/৩০ জনকে অজ্ঞাত নামে আসামি করে এজাহার দাখিল করেছে। এছাড়া গতকাল বিকেলে মহিপালে গাড়িবহরের পেছনে পেট্রোল বোমা হামলা ও গাড়ি পোড়ার ঘটনায় পুলিশ জিঙ্গাসাবাদের জন্য গাড়িচালক ও হেলপারসহ ৬ জনকে আটক করেছে। মামলার প্রস্তুতি চলছে বলে ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী জানিয়েছেন। বিএনপির সংবাদ সম্মেলন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা নিয়ে জেলা বিএনপি বুধবার রাতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের অফিসে এক সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, পুলিশ শনিবার বেগম জিয়ার গাড়িবহরের সংবাদ মাধ্যমের গাড়িতে হামলা ও সাংবাদিকদের মারধরের ঘটনায় সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি জয়নাল ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানুর বিরোধের কারণে ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। পুলিশের মামলার বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। জেলা বিএনপিতে কোন গ্রুপিং নেই। শনিবারের হামলা ও মঙ্গলবারের মহীপালে গাড়িতে পেট্রোলবোমা ও আগুনের ঘটনা আওয়ামী সন্ত্রাসীরা ঘটিয়েছে। তারা নিজেরা বাঁচার জন্য, মামলা থেকে রেহাই পাওয়ার জন্য দুপুরে সংবাদ সম্মেলন করেছে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা বেগম খালেদা জিয়ার বহরের দুই দিনে যা ঘটিয়েছে তা ’৭১-এর হানাদার ও রাজাকারদের ঘটনাকেও হার মানিয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন ভিপি জয়নাল, সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট আবু তাহের , সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার।
×