ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এনডিসিতে ভিশন ২০৪১’র আলোকে সেমিনার

প্রকাশিত: ০৫:৪৭, ২ নভেম্বর ২০১৭

এনডিসিতে ভিশন ২০৪১’র আলোকে সেমিনার

মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) মিলানায়তনে ‘‘ভিশন ২০৪১ এর আলোকে বাংলাদেশের জন্য একটি ফলপ্রসূ বৈদেশিক নীতির রূপরেখা প্রণয়ন’’ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তাঁর সমাপনী বক্তৃতায় বাংলাদেশের বৈদেশিক নীতি বাস্তবায়নের গুরুত্ব, সীমাবদ্ধতা এবং সম্ভাব্যতা সম্পর্কে আলোকপাত করেন। তিনি এ ধরনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজনের উদ্যোগ গ্রহণের জন্য ন্যাশনাল ডিফেন্স কলেজকে সাধুবাদ জানান। ন্যাশনাল ডিফেন্স কলেজ কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী সেমিনারের উদ্বোধন করেন। কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক সেমিনার সঞ্চালন করেন। সেমিনারে বাংলাদেশের পররাষ্ট্র নীতি বিষয়ক দুইটি গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করা হয়। সেমিনারে উল্লেখযোগ্য সংখ্যক বুদ্ধিজীবী এবং দেশী-বিদেশী উচ্চপদস্থ সামরিক-অসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। তাছাড়া ক্যাপস্টোন কোর্স ২০১৭-২ এর ৩০ জন ফেলো মেম্বার এবং ন্যাশনাল ডিফেন্স কোর্সের ৮০ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তাও সেমিনারে অংশগ্রহণ করেন। -আইএসপিআর।
×