ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও সহজ করতে চায় অস্ট্রেলিয়া’

প্রকাশিত: ০৮:৫৪, ১ নভেম্বর ২০১৭

‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও সহজ করতে চায় অস্ট্রেলিয়া’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার বহুদিনের বিশ্বস্ত ও পরীক্ষিত বন্ধুত্বের কথা উল্লেখ করে দুদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও সহজীকরণে উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার জুলিয়া নিবলেট। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক গোলটেবিল আলোচনায় যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বিজনেস এ্যান্ড ইকোনমিক্স’ এর অংশ ছিল এ গোলটেবিল বৈঠক। অনুষদের এএফ সভাকক্ষে ‘বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালীকরণ: অংশীজনের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাই কমিশনার জুলিয়া। তিনি বলেন, দুদেশের বাণিজ্য আরও সহজীকরণে উদ্যোগ নেয়া দরকার। সেটা সরকার নয়, করতে হবে বেসরকারী খাতকে। সরকার নানা ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি ও নানান বাধা অপসারণে ভূমিকা রাখবে। বাণিজ্যিক সম্পর্ক কীভাবে আরও সহজ করা যায়, কর আরোপের বিভিন্ন দিক এবং বাণিজ্যের সুযোগ উন্মোচনে কাজ করবে বেসরকারী খাত। তিনি আরও বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ অস্ট্রেলিয়ার ব্যবসায়ীদের কাছে সেভাবে প্রকাশিত নয়। সে কারণে বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ীরা সেটাকে পরিচিত করানোর উদ্যোগ নিতে পারে। দুইদেশের মধ্যে ব্যবসায়িক সফর কিংবা প্রমোশনাল আয়োজন এক্ষেত্রে হতে পারে। বাংলাদেশের সঙ্গে তার দেশের বাণিজ্য বিস্তৃত হচ্ছে উল্লেখ করে সেটা ২০০৪ সালের ৪৩ মিলিয়ন ডলার থেকে বেড়ে গত বছর ৮০০ মিলিয়ন ডলার হওয়ার উদাহরণ টানেন হাই কমিশনার।
×