ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাকসামে গৃহবধূকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ০৬:১৭, ১ নভেম্বর ২০১৭

লাকসামে গৃহবধূকে গলা কেটে হত্যা

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ৩১ অক্টোবর ॥ লাকসামে গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টায় লাকসামের অশ্বদিয়া উত্তরপাড়া গ্রামে। তাদের সন্তানদের আর্তচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে ঘাতক স্বামী মাসুদ হোসেনকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘাতক স্বামী মাসুদকে আটক করে। নিহতের নাম নাছিমা আক্তার (২৮)। লাকসাম অশ্বদিয়া গ্রামের উত্তর পাড়া গ্রামের শিক্ষিকা নাছিমা আক্তার। সে অশ্বদিয়া বহুমুখী কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা। ঘটনার দিন রাত ৯টায় স্বামী-স্ত্রী দুই শিশু সন্তানসহ ভাত খাওয়ার সময় নাছিমার মোবাইল ফোনে কল আসে। এ কলকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্য ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ঘাতক স্বামী পার্শ্ববর্তী টেবিলে থাকা একটি ধারালো ছুরি দিয়ে স্ত্রী নাছিমাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘাতক মাসুদ ওই ছুরি দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যা করে। তার ৬ বছরের শিশু মোস্তাকিন ও তাসফিয়া (৩) বছরের শিশু সন্তান রয়েছে। খুলনায় ম্যানেজার স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, খুলনায় টাকা আত্মসাতের অভিযোগে কর্মস্থলের মালিক আব্দুল হান্নান ও তার লোকজনের পিটুনিতে নিয়ামুল (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রূপসা উপজেলার দেয়াড়া গ্রামে তাকে পিটিয়ে আহত করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিকে তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের সাইদুল করিমের ছেলে নিয়ামুল করিম একই এলাকার জমি ব্যবসায়ী আব্দুল হান্নানের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। অর্থ আত্মসাতের অভিযোগে তাকে সোমবার বিকেল ৫টায় বাড়ি থেকে ডেকে আনা হয় এবং সন্ধ্যায় খেজুরতলা ঘাট এলাকায় নিয়ে আব্দুল হান্নান, মিরাজ ও জিয়াদসহ কয়েকজন লাঠিসোঁটা দিয়ে তাকে বেধরক মারপিট করে। এক পর্যায়ে বটগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। খবর পেয়ে পরিবারের লোকেরা এসে তাকে ছাড়িয়ে নেয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার সকালে তিনি মারা যান। মোহনগঞ্জে গৃহবধূ নিজস্ব সংবাদদাতা মোহনগঞ্জ, নেত্রকোনা থেকে জানান, দৌলতপুর এলাকার চায়না সূত্রধর নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সে স্থানীয় কাঠমিস্ত্রি দুলাল সূত্রধরের স্ত্রী। জানা গেছে, সোমবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমালেও ভোরে ঘর থেকে উধাও হয়ে যায় দুলাল। এ সময় স্থানীয় কয়েকজন চায়নাকে তার শয়নকক্ষে মুমূর্যু অবস্থায় পেয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ফরিদপুরে ছাত্রীর লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর থেকে জানান, চরভদ্রাসনে তানজিলা আক্তার (১২) ৭ম শ্রেণীর এক ছাত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে উপজেলা সদরের মধু শিকদারের ডাঙ্গী গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ পাওয়া যায়। তানজিলা গ্রামের শহিদ শিকদারের মেয়ে ও পার্শ্ববর্তী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী ছিল। জানা যায়, সোমবার তানজিলার পরিবারের লোকজন তাকে বাড়িতে রেখে নানা বাড়িতে দাওয়াত খেতে চলে যায়। রাতে তানজিলার পরিবারের লোকজন বাড়িতে এসে মেয়েকে ঘরের মধ্যে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেয়ের লাশ উদ্ধার করে।
×