ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

প্রকাশিত: ০৫:৪২, ৩১ অক্টোবর ২০১৭

খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি প্রদান

সংবাদদাতা, বেলকুচি, সিরাজগঞ্জ, ৩০ অক্টোবর ॥ খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের উদ্যোগে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বৃত্তি প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার ৮৬টি শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১ হাজার ৮০১ ছাত্র-ছাত্রীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৩৩৫ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার সভাপতিত্বে কণ্ঠশিল্পী ফেরদৌস ওয়াহিদ, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আশরাফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার শফী উল্লাহ্, ইউএনও ওলিউজ্জামান, ওসি সাজ্জাদ হোসেন, প্রধান শিক্ষক আবদুল্লাহ আল-মাহমুদ এবং স্থানীয় ইউ.পি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক ভাষানী বক্তব্য রাখেন। নানাবিধ মেধাভিত্তিক খেলার অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। পর্বটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সচিব আলহাজ জোবায়ের হোসেন, কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী আনসার আলী খান জয়। ভালুকায় বাড়িতে আগুন নিজস্ব সংবাদদাতা, ভালুকা, ময়মনসিংহ, ৩০ অক্টোবর ॥ ভালুকা উপজেলার কাশর গ্রামে রবিবার রাতে একটি বসতবাড়িতে অগ্নিকা- ঘটে। জানা যায়, ঘটনার রাতে কাশর গ্রামের চৌরাস্তা এলাকার শিহাব উদ্দিনের বসতবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির মালিক শিহাব উদ্দিন জানান, আগুনে বাড়ির ৭টি রুম ও সব মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জানা যায়, বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে।
×