ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

প্রাইম ব্যাংকের ইপিএস বেড়েছে ৫২২ শতাংশ

প্রকাশিত: ০৩:৫৩, ৩১ অক্টোবর ২০১৭

প্রাইম ব্যাংকের ইপিএস বেড়েছে ৫২২ শতাংশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রাইম ব্যাংকের চলতি বছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) পর্যন্ত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) আগের বছর একই সময় থেকে ৫২২ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, চলতি বছরের ৯ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ১.৪৩ টাকা। যা আগের বছর একই সময়ে হয়েছিল ০.২৩ টাকা। অর্থাৎ ইপিএস বেড়েছে ১.২০ টাকা বা ৫২১.৭৩ শতাংশ। ৩০ সেপ্টেম্বর ২০১৭ পর্যন্ত ব্যাংকটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৩৪ টাকা। যা আগের বছর একই সময়ে ছিল ২২.৭০ টাকা। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ০.৫৮ টাকা। যা আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০.০৮ টাকা। -অর্থনৈতিক রিপোর্টার ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল লিমিটেড ৩০ জুন, ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.১৩ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ৭৭.৬৪ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ৯.১৫ টাকা। রবিবার অনুষ্ঠিত এ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ, ভেন্যু ও সময় পরে জানানো হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×