ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিন পদের নির্বাচন হবে

প্রকাশিত: ০৫:৪৫, ৩০ অক্টোবর ২০১৭

তিন পদের নির্বাচন হবে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন হবে মঙ্গলবার। এ নির্বাচনে ঢাকার ২ পদ ও বরিশালের ১ পদের নির্বাচন হবে। বাকিরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস হয়ে গেছেন। রবিবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন শুধু ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ থেকে মোঃ জুনায়েদ হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। মনোনয়নপত্র কিনেও মনোনয়নপত্র জমা দেয়ার দিন আগেই জমা দেননি গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার শেখ ফজলে নাঈম। এখনও ঢাকা বিভাগের দুটি পদের জন্য চারজন প্রার্থী রয়েছেন। এই বিভাগে গতবারের নির্বাচিত পরিচালক নাঈমুর রহমান দুর্জয়ের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন নরসিংদী থেকে শাহিনুল ইসলাম, নারায়ণগঞ্জ থেকে তানভীর আহমেদ টিটু এবং কিশোরগঞ্জ থেকে সৈয়দ আশফাকুল ইসলাম। মঙ্গলবার ভোট হওয়ার পর যে কোন দুইজন পাস হবেন। ঢাকা বিভাগের সঙ্গে বরিশাল বিভাগেও নির্বাচন হবে। এ বিভাগের একটি পদের জন্য দুইজন নির্বাচন করবেন। বোর্ডের সাবেক পরিচালক এম এ আউয়াল চৌধুরী ভুলু এবং বরগুনা জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ আলমগীর খান রয়েছেন। নির্বাচন শেষে যে কোন একজন পাস করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের দিনই বাকিরা পাস হয়ে গেছেন। তাদের কোন প্রতিদ্বন্দ্বী নেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা পাস করেছেন। সবাই আবার বিসিবির গত বোর্ডেরই পরিচালক। ক্যাটগরি-১ থেকে চট্টগ্রাম থেকে (দুইজন) আ.জ.ম নাছির উদ্দিন (জেলা) ও মোঃ আকরাম খান (বিভাগ), খুলনা থেকে (দুইজন) শেখ সোহেল (বিভাগ) ও কাজী ইনাম আহমেদ (জেলা), রাজশাহী থেকে (একজন) মোঃ সাইফুল আলম স্বপ্ন চৌধুরী (পাবনা জেলা), রংপুর থেকে (একজন) এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (বিভাগ), সিলেট থেকে (একজন) শফিউল আলম চৌধুরী নাদেল (বিভাগ) পাস করে করেন। তাদের কোন প্রতিদ্বন্দ্বীই নেই। ক্যাটাগরি-২ থেকে (১২ জন) বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন (আবাহনী), মোঃ লোকমান হোসেন ভুঁইয়া (মোহামেডান), মোহাম্মদ জালাল ইউনুস (গ্রীন লিফ ক্রিকেট একাডেমি), মাহবুবউল আনাম (মোহামেডান), শওকত আজিজ রাসেল (পারটেক্স স্পোর্টিং ক্লাব), গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স), নজিব আহমেদ (লেঃ শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিঃ), তানজিল চৌধুরী (প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব), মনজুর কাদের (শেখ জামাল ক্রিকেটার্স), আফজাল-উর-রহমান সিনহা (সূর্যতরুণ ক্লাব), মোঃ হানিফ ভুঁইয়া (র‌্যাপিড ফাউন্ডেশন), মুহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক (ব্রাদার্স ইউনিয়ন) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। ক্যাটাগরি-৩ (একজন) থেকে খালেদ মাহমুদ সুজন (সাবেক ক্রিকেট খেলোয়াড়) পাস করে ফেলেছেন। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় দুইজনকে বিসিবির পরিচালক করা যাবে। সেই দুই পরিচালক হচ্ছেন আহমেদ সাজ্জাদুল আলম (মিরপুর ক্রিকেট ক্লাবের ছিলেন) ও মোঃ এনায়েত হোসেন সিরাজ (আজাদ স্পোর্টিং ক্লাবের ছিলেন)। এবার বিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ থেকে ১০ পরিচালক, ক্যাটাগরি-২ থেকে ১২ পরিচালক ও ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক বিসিবিতে পাস হয়ে আসবেন। এনএসসি থেকে আসবেন দুইজন। মোট ২৫ পরিচালক থাকবেন বিসিবিতে। তারা বিসিবি সভাপতি নির্বাচন করবেন। এরমধ্যে ক্যাটাগরি-১ থেকে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা থেকে ৭ পরিচালক, ক্যাটাগরি-২ থেকে ক্লাব থেকে ১২ পরিচালক, ক্যাটাগরি-৩ থেকে খেলোয়াড়, সার্ভিসেস, বিশ্ববিদ্যালয়, ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ পরিচালক পাস করে ফেলেছেন। এখন ঢাকা বিভাগ থেকে ২ জন ও বরিশাল বিভাগ থেকে ১ জন নির্বাচন করে পাস করে বিসিবিতে পরিচালক হবেন। মঙ্গলবার নির্বাচন হলেও বুধবার চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ২য় তলা, মিরপুর-২ এবং সংশ্লিষ্ট অফিসসমূহের নোটিস বোর্ড এবং জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত ফল বেলা তিনটায় ঘোষণা করা হবে।
×