ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় আইপিইউ সম্মেলন

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ওচীন ছাড়া সবাই বাংলাদেশের পক্ষে

প্রকাশিত: ০৫:১৬, ৩০ অক্টোবর ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার ওচীন ছাড়া সবাই বাংলাদেশের পক্ষে

সংসদ রিপোর্টার ॥ রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় মিয়ানমার ও চীন ছাড়া বিশ্বের সকল দেশ বাংলাদেশের পক্ষে আছে বলে জানিয়েছেন রাশিয়ায় আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের প্রধান ও ডেপুটি স্পীকার এ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া বলেন, সম্মেলনে বাংলাদেশের পক্ষে এক হাজার ২৭ ভোট পড়েছে। আর মিয়ানমারের পক্ষে পড়েছে মাত্র ৪৭টি ভোট। এরপরও সমাপনী অধিবেশনে প্রস্তাব গ্রহণের সময় সভাপতির দায়িত্বে থাকা রাশিয়ার স্পীকার কারও আপত্তি আছে কিনা জানতে চেয়েছিলেন। তখন শুধু মিয়ানমার ও চীন তাদের আপত্তির কথা জানায়। রবিবার পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিনিধি দলের সদস্য প্রধান হুইপ আসম ফিরোজ, হুইপ আতিউর রহমান আতিক ও শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য আবুল কালাম আজাদ, এবিএম ফজলে করিম চৌধুরী, পঙ্কজ দেবনাথ, বেগম ওয়াসিকা আয়শা খান, বেগম সাবিনা আক্তার তুহিন ও মোঃ মামুনুর রশিদ। সংবাদ সম্মেলনে ডেপুটি স্পীকার বলেন, ১৩৭তম আইপিইউ এ্যাসেম্বলিতে ইমারজেন্সি আইটেম হিসেবে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হয়েছে। আইপিইউ সাধারণ সভায় রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহল খুবই গুরুত্বের সঙ্গে এখন বিবেচনা করছে বলে আমাদের বিশ্বাস। জাতিসংঘের চেয়ে বয়সে পুরনো, সারা বিশে^র ১৭৩টি দেশের ৬৫০ কোটি মানুষের প্রতিনিধিত্বশীল সর্ববৃহৎ সংসদীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুটি গৃহীত হওয়ার বিষয়টি মিয়ানমারের বিরুদ্ধে বিশ^জনমতের প্রতিফলন বলে বিবেচনা করা হচ্ছে। আসন্ন সিপিএ সম্মেলনেও বাংলাদেশ প্রতিনিধি দল এ বিষয়ে সক্রিয় থাকবে বলে তিনি উল্লেখ করেন। এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, চার দশক আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘বাঙালী জাতি এমন একটি বৈশ্বিক কাঠামো উপহার দিতে চায়, যেখানে সকল মানুষ শান্তিতে সহাবস্থান করবে। থাকবেনা কোন বৈষম্য, শোষণ, বঞ্চনা, থাকবেনা কোন অনাহার, দারিদ্র্য। থাকবে শুধু সামাজিক সাম্যাবস্থা।’ আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি তার মানবিক উদারতার কারণে বিশ্বব্যাপী ‘মাদার অব হিউম্যানিটি’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। ডেপুটি স্পীকার বলেন, রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে ১৪ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৭তম সম্মেলনে অতীতে এমনটি আর হয়নি। সম্মেলন থেকে আমাদের সংসদ সদস্য ও আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী রাশিয়ার সর্বোচ্চ এ্যাওয়ার্ড ও আইপিইউ অনারারি প্রেসিডেন্টের সম্মান পেয়েছেন। আরেক সদস্য ডাঃ হাবিব এ মিল্লাত স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। আর নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় সকলেই বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন।
×