ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্লেনে যাত্রী একজনই!

প্রকাশিত: ০৩:৪০, ৩০ অক্টোবর ২০১৭

প্লেনে যাত্রী একজনই!

স্কটল্যান্ডের লেখিকা ক্যারন গ্রিভি (৫৭) অনেক কৌতূহল নিয়েই রানওয়ে পার হয়ে প্লেনে ওঠেন। তার কৌতূহল জন্মে কাউকে দেখতে না পেয়ে! তখনও তিনি জানতেন না আসলে কী আশ্চর্য অপেক্ষা করছে তার জন্য। প্লেনে পা রাখা মাত্রই ক্রুরা বিশেষ অভ্যর্থনা জানান তাকে কেননা ১৮৯ আসনের প্লেনে তিনি একাই যাত্রী। তিনি ছাড়াও অপর দুজন যাত্রী টিকিট কেটেছিলেন। তবে শেষ মুহূর্তে টিকিট বাতিল করেন তারা। ৪৬ পাউন্ড দিয়ে ‘জেট টু’ ফ্লাইটের টিকিট কেটেছিলেন তিনি। -ইন্ডিপেন্ডেন্ট জুরির দায়িত্ব পেলেন ওবামা জুরি হিসেবে দায়িত্ব পালনে আমন্ত্রণ পেয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। সাড়া দিতেও দেরি করেননি তিনি। সব ঠিক থাকলে আগামী মাসেই ইলিনয় অঙ্গরাজ্যের কুক কাউন্টিতে জুরির চেয়ারে দেখা যাবে দুই মেয়াদে হোয়াইট হাউসে থাকা সাবেক এই ডেমোক্র্যাট প্রেসিডেন্টকে। ওবামার মুখপাত্রও এ নিয়ে কোন মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় জুরিদের ভূমিকা কম নয়। বিবিসি।
×