ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশেষ নাটক ‘গিফটবক্স’

প্রকাশিত: ০৩:৩৩, ৩০ অক্টোবর ২০১৭

বিশেষ নাটক ‘গিফটবক্স’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘গিফটবক্স’। আসাদ সরকারের রচনায় নাটকটি পরিচলানা করেছেন কে এম নাইম। নাটকটির নির্বাহী প্রযোজক জাবেদ মাসুদ ও মাহমুদুল আনোয়ার সৈকত। ড্রিম আর্টিসান ও পিক্সেল প্রোডাকশনের ব্যানারে নির্মিত নাটকে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, ইরফান সাজ্জাদ, আসিফ মোঃ নজরুল, জোসনা আরা বেগম, জিয়াউর জিয়া প্রমুখ। নাটকের গল্পে দেখা যায়, পেশায় চিত্রশিল্পী আবিদ দীর্ঘদিন কোন চিত্রকর্ম তৈরি করতে পারেন না। কখনও একটি চোখ, কখনও শুধু নাক কিংবা কখনও শুধু চুল একেই ক্ষান্ত হন তিনি। ঘটনাক্রমে একদিন তার বিচ্ছিন্নভাবে আঁকা সব অঙ্গপ্রতঙ্গগুলোকে একত্রিত করা হয়। আর তা করতেই একটি পূর্ণাঙ্গ নারীর অবয়ব তৈরি হয়। যে অবয়বটির সঙ্গে কোন এক শো রুমের সেলসগার্লের চেহারার মিল পায় আবিদ। কারণে অকারণে সেই শো রুমে আনাগোনা বাড়ে আবিদের। কিন্তু শো রুমের ম্যানেজার আবিদের সেই আনাগোনাকে ইতিবাচকভাবে নেয় না। বাধ্য হয়েই শো রুম থেকে রোজ একটা গিফটবক্স কিনতে শুরু করে আবেদ। কেনা গিফটবক্সগুলো জমতে থাকে বাড়ির আলমারিতে। নাটকটি আগামী বুধবার রাত ৮-১০ মিনিটে আরটিভিতে প্রচার হবে ।
×