ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এম এইচ রাহীর মিউজিক ভিডিও ‘আল্লাহ তুমি মহান’

প্রকাশিত: ০৩:৩৩, ৩০ অক্টোবর ২০১৭

এম এইচ রাহীর মিউজিক ভিডিও ‘আল্লাহ তুমি মহান’

স্টাফ রির্পোটার ॥ উদীয়মান সঙ্গীত শিল্পী এম এইচ রাহীর কথা, সুর ও কণ্ঠে ধারণকৃত রোহিঙ্গাদের নিয়ে ‘আল্লাহ তুমি মহান’ শীর্ষক কাওয়ালী গানটির মিউজিক ভিডিও সম্প্রতি নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন মনির হোসেন জীবন। রুমি সেনের সঙ্গীত পরিচালনায় স্বাধীন চলচ্চিত্রের ব্যানারে নির্মিত এই ভিডিওর চিত্রগ্রহণ করেছেন আহমেদ অর্ক। সম্পাদনায় ছিলেন হাসান ফুয়াদ। সঙ্গীত শিল্পী এম এইচ রাহী ছাড়াও এ গানে মডেল হয়েছেন শিল্পী নাজক, এবি এম রহিম, কাউসার আহমেদ, সুব্রত ও রিমন। ভিডিও নির্মাণে পরিচালকের সহকারী ছিলেন- মহি উদ্দীন রুবেল ও নাসরীন নীলা। সঙ্গীত শিল্পী এম এইচ রাহী প্রসঙ্গে মনির হোসেন জীবন বলেন, রাহীর কন্ঠে দরদ আছে। তার কণ্ঠে এই কাওয়ালী গানটি চমৎকার মানিয়েছে। তাই বর্তমান সময়ের অন্যতম মানবিক বিপর্যয় এবং একটি অন্যতম আন্তর্জাতিক মানবিক সঙ্কট বিষয়ক ইস্যু রোহিঙ্গাদের নিয়ে নির্মাণ করেছি মিউজিক ভিডিও ‘আল্লাহ তুমি মহান’। শিল্পীদের শৈল্পিক উপস্থিতি ছাড়াও প্রধান মন্ত্রীর রোহিঙ্গাদের এই বিপদে আশ্রয় দেয়ার যে সাহসিকতা দেখিয়েছেন তা গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। পাশাপাশি এই সঙ্কটে আমাদের দেশের সাহসী সেনাবাহিনী, বিডিআর ও পুলিশ বাহিনীর সরাসরি তত্ত্ব¡াবধানে রোহিঙ্গাদের যেভাবে সু-শৃঙ্খল ভাবে অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করেছেন তাও দেখানো হয়েছে। এছাড়া ভিন্ন ভাষাভাষী এবং বিদেশীদের সুবিধার্থে ভিডিওতে ইংরেজী সাব-টাইটেল ব্যবহার করা হয়েছে। ‘আল্লাহ তুমি মহান’ এই কাওয়ালী গানের ভিডিওটি বেশ কয়েকটি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন মনির হোসেন জীবন। ভিডিওটি প্রকাশ করেছে ‘জি সিরিজ’। এছাড়াও বিভিন্ন মোবাইল কোম্পানির ওয়েলকাম টিউনে ও পাওয়া যাবে এই গানটি। এদিকে ‘আল্লাহ তুমি মহান’ মিউজিক ভিডিওটি রিলিজ উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান স্বাধীন চলচ্চিত্রের রামপুরা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের ডিজিএম ইসমাঈল শেখ। আরও উপস্থিত ছিলেন, সঙ্গীতশিল্পী এম এইচ রাহী, পরিচালক মনির হোসেন জীবন প্রমুখ।
×