ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

প্রকাশিত: ০৭:৪৫, ২৯ অক্টোবর ২০১৭

গাজীপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে পুলিশের লাঠিচার্জ, আহত ১০

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা চলাকালে কার্যালয়ের বাইরে অপেক্ষমাণ দু’গ্রুপের কর্মী-সমর্থকের মাঝে শনিবার সন্ধ্যায় সংঘর্ষ ও ধাওয়া, পাল্টাধাওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে উভয়পক্ষের অন্তত ১০ থেকে ১২জন আহত হয়েছে। জানা গেছে, শহরের রাজবাড়ি সড়কের পার্শ্ববর্তী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শনিবার বিকেলে কার্যনির্বাহী কমিটির সভা চলছিল। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, এ্যাডভোকেট রহমত আলী এমপি, সিমিন হোসেন রিমি এমপি, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজ এবং যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট রহমত আলী এমপির ছেলে জামিল হাসান দুর্জয়সহ কমিটির নেতৃবৃন্দ অংশ নেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সভাকে কেন্দ্র করে দুপুরের পর বিভিন্ন উপজেলা থেকে দলের নেতাকর্মী, সমর্থকরা মিছিলসহকারে কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে। সভা শুরুর পর বিপুল কর্মী-সমর্থক নিয়ে দুর্জয় সভাস্থলে আসেন। দুর্জয় সভাস্থলে প্রবেশের সময় প্রতিপক্ষ সবুজ সমর্থক-কর্মীরা সভাকক্ষের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সভাস্থলের বাইরে হট্টগোল ও দু’পক্ষের কর্মী-সমর্থকের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের কর্মী-সমর্থকের মধ্যে হাতাহাতি ও ধাওয়া, পাল্টাধাওয়া শুরু হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পথচারী নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করে, দোকানপাট বন্ধ হয়ে যায়। এ সময় ভাওয়াল রাজবাড়ী সড়কে গাড়ি চলাচল বিঘিœত হয়ে জনগণের দদুর্ভাগ সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত দশ থেকে বারো নেতাকর্মী আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভা আবার শুরু হয়।
×