ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঘদের বিজয় ছিনিয়ে আনার আহ্বান সাকিবের

প্রকাশিত: ০৪:৪০, ২৯ অক্টোবর ২০১৭

বাঘদের বিজয় ছিনিয়ে আনার আহ্বান সাকিবের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সত্যিকারের বাঘ কখনও হাল ছাড়ে না। সময় এখন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে বিজয় ছিনিয়ে আনার।’ ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে বাংলাদেশ টি২০ অধিনায়ক সাকিব আল হাসান এমনটিই লিখেছেন। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি২০ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এই ম্যাচে বাঘদের বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন সাকিব। দক্ষিণ আফ্রিকা সফরটি বাংলাদেশের জন্য দুঃস্বপ্নের মতোই যাচ্ছে। ক্রিকেটাররা ভাল করেই জানে এ দুঃস্বপ্নের মধ্যেও একটি বিজয় সুখস্মৃতি এনে দিতে পারে। সকল সমালোচনা এক জয়েই শেষ হয়ে যেতে পারে। তাই সাকিব নিজেই বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন। প্রথম টি২০তে হারের পর সাকিব ব্যর্থ কেন হয়েছেন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। দক্ষিণ আফ্রিকা ১৯৫ রান করেছে। বাংলাদেশ ১৭৫ রান করেছে। ২০ রানে হেরেছে। জয় সম্ভব ছিল। যদি মাঝপথে সাকিব, মুশফিক ও মাহমুদুল্লাহর মধ্যে একজন ব্যাট হাতে হাল ধরতে পারতেন। পাশাপাশি ক্রিকেটাররা ডট বল বেশি না খেলতেন। সাকিব হারার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, ‘আমার মনে হয় দক্ষিণ আফ্রিকা দারুণ ব্যাটিং করেছে, বিশেষ করে শেষ পাঁচ ওভারে। ওই পাঁচ ওভারই আমাদের হারিয়ে দিয়েছে। সবমিলিয়ে আমরা ১৫-২০ রান বেশি দিয়েছি। কিছু বাজে ফিল্ডিংও আমাদের ভুগিয়েছে।’ দক্ষিণ আফ্রিকার দেয়া ১৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সৌম্যের ব্যাটে ভর করে ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ৯২ রান তোলে বাংলাদেশ। তবে এই ভাল ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় শেষ পর্যন্ত আশা জাগিয়েও জয় নিয়ে বের হতে পারেনি বাংলাদেশ। শেষদিকে তরুণ সাইফউদ্দিনের ২৭ বলে হার না মানা ৩৯ রানের ইনিংসটির কল্যাণে শেষ পর্যন্ত বাংলাদেশ গিয়ে থেমেছে ১৭৫ রানে। লড়াই ছুড়ে দিয়েছে। কিন্তু ব্যাটিংয়ে ৪৫টি ডট বল গেছে। যা বাংলাদেশকে ডুবিয়েছে। আর শুরুতে ফিল্ডিং করে ফিল্ডারদের ফিল্ডিং মিসও হারের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাকিব যেমন বলেছেন, ‘আমরা দশ ওভারের পরও সঠিক পথে ছিলাম। তারা উইকেট নেয়া শুরু করার পরই চাপ বাড়তে থাকে। আমাদের কিছু ক্ষেত্রে উন্নতি করতে হবে। আমরা এটি নিয়ে কথা বলেছি (ডট বল প্রসঙ্গে)। এটি আমাদের আসলেই পীড়া দিয়েছে। আমাদের উচিত ছিল আক্রমণাত্মক এবং বিচক্ষণতার সঙ্গে ব্যাটিং করা। আর মাত্র একটি ম্যাচ আছে। ওই ম্যাচে এসব ভুল থেকে বেরিয়ে আসতে হবে।’ ভুল থেকে বেরিয়ে আসতে পারলে জয় সম্ভব। তা প্রথম টি২০তেই বোঝা গেছে। আর তাই সাকিব আজ দ্বিতীয় টি২০তে খেলতে নামার আগে বাঘদের বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানিয়েছেন।
×