ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

প্রকাশিত: ০৮:০০, ২৮ অক্টোবর ২০১৭

সিরাজগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান গুরুতর আহত

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুস সবুর ও তার মোটরসাইকেল চালক আলীম সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাতটায় খোকসাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটায় একদল সন্ত্রাসী মোটরসাইকেল অবরোধ করে তাদের বেধড়ক পিটিয়ে আহত করেছে। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে নয়টায় সবুরকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী ও তার সফরসঙ্গী কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গিয়াস উদ্দিন জানান, আগামী ৩ নবেম্বর জেলহত্যা দিবস পালন উপলক্ষে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে শুক্রবার বিকেলে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সদর উপজেলার ৯নং কালিয়া হরিপুর ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর ৮/৯ জনের একটি দল তিনটি মোটরসাইকেলযোগে সভায় যোগদান করতে সেখানে যান। সন্ধায় সভা শেষ করে তারা বাড়ি ফিরছিলেন। পথে শালুয়াভিটা নামকস্থানে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র ও রড দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ওই দু’আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান আব্দুস সবুর ও তার সহযোগী আব্দুল আলীম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ আড়াই শ’ শয্যার হাসপাতালে ভর্তি করে। আবদুস সবুরের মাথা ও শরীরে মারাত্মক জখম হয়েছে। তাকে এগারোটা সেলাই দেয়া হয়েছে বলে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জানান। খবর পেয়ে সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান দুদু, ছোনগাছা ইউপি চেয়ারম্যান শহিদুল আলম ও সদর পৌরসভার প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ নেতাকর্মীরা তাদের দেখতে হাসপাতালে ভিড় জমান। রাত সাড়ে নয়টায় ঢাকায় স্থানান্তর করা পর্যন্ত তারা হাসপাতালে ছিলেন।
×