ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৮৮ পাখি উদ্ধার

প্রকাশিত: ০৫:৫৮, ২৮ অক্টোবর ২০১৭

৮৮ পাখি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৭ অক্টোবর ॥ মহাদেবপুর থানা পুলিশ অবৈধভাবে শিকার করা বিভিন্ন প্রজাতির ৮৮ পাখিসহ আব্দুস ছাত্তারকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃত পাখি ব্যবসায়ী আব্দুস ছাত্তার সদর উপজেলার শেরপুর গ্রামের মৃত আব্বাস আলীর পুত্র। সে দীর্ঘদিন ধরে শিকার নিষিদ্ধ পাখি অবৈধভাবে নওগাঁ শহরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে। এদিন তাকে বিভিন্ন প্রজাতির ৮৮টি পাখিসহ গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, পাখি ব্যবসায়ী ছাত্তার জেলার পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে হটটিটি ও লিটিলবাটন এবং জিনিয়াসহ ৮৮টি শিকার করা পাখি বস্তায় ভর্তি করে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিল। গাড়ির সঙ্গে চালকের হাতকড়া স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরকে ‘গ্রীন শ্রীপুর-ক্লিন শ্রীপুর’ গড়তে শুক্রবার মাওনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার, বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি চালানোর অপরাধে জরিমানা আদায় ও ৩৯টি মামলা করেছে এবং ফুটপাথ থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে। জরিমানা না পেয়ে এ সময় এক চালককে হাতকড়া লাগিয়ে গাড়ির সঙ্গে আটকে রাখা হয়। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার এ অভিযান পরিচালনা করেন। সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে শ্রীপুরে যানজট নিরসন, ফুটপাথ অবৈধ দখলমুক্তকরণ এবং সরকারী স্থাপনায় পোস্টার ফেস্টুন অপসারণের লক্ষ্যে এ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
×