ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোটির ঘরে মমতাজের ‘লোকাল বাস’

প্রকাশিত: ০৪:০১, ২৮ অক্টোবর ২০১৭

কোটির ঘরে মমতাজের ‘লোকাল বাস’

স্টাফ রিপোর্টার ॥ চলতে ফিরতে একটু কান খাড়া করলেই কানে আসে মমতাজের কন্ঠে সেই গান, ‘বন্ধু তুই লোকাল বাস, বন্ধু তুই লোকাল বাস’। গত কয়েক বছরের মধ্যে মমতাজের সবচেয়ে জনপ্রিয় গান এটি। পথে-ঘাটে, মাঠে-হাটে, স্কুলে, কলেজে সবখানে শোনা যায় গানটি। ডিজিটাল মাধ্যমে এটিই মমতাজের প্রথম জনপ্রিয় গান। গত বছরের ২ সেপ্টেম্বর গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও প্রকাশ করা হয়। এক প্রায় ১৪ মাস পর সেই গানটিই কোটি ভিউর মাইলফলক স্পর্শ করল! মুখে মুখে ছড়িয়ে যাওয়া ‘লোকাল বাস’। ইউটিউবেও এমন সাফল্য পাওয়া আনন্দিত গানটির সঙ্গে জড়িত সবাই। গোলাম রাব্বানী ও লুৎফর হাসানের কথায় গানটির সুর করেন প্রীতম হাসান ও লুৎফর হাসান। মমতাজের সঙ্গে কিছু অংশে কণ্ঠও দেন প্রীতম। র‌্যাাপ পার্ট করেন সাফায়াত হোসেন। গানটির ভিডিও পরিচালনা করেন তানিম রহমান অংশু। ভিডিওতে মমতাজের পাশাপাশি অংশ নেন অদিত রহমান, সৌমিক আহমেদ, টয়া, সাফায়েত হোসেন ও প্রীতম হাসান। এ প্রসঙ্গে গোলাম রাব্বানী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের বেশ কয়েকটি গান ইউটিউবে কোটি ভিউয়ার পার করেছে। তবে ‘লোকাল বাস’ শুধু ইউটিউবে না সব মাধ্যমেই শ্রোতার কাছে পৌঁছেছে। এটা আমাদের গর্বের জায়গা। পাঁচ বছরের শিশু থেকে ষাঁট বছরের প্রবীণের মুখেও গানটি শুনেছি। বিষয়টি ভাবতেই ভাল লাগে। গানটি আর ছড়িয়ে যাবে বলেও আশা করেন সংশ্লিষ্টরা।
×