ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের আদেশ জালিয়াতি ॥ বগুড়ার আদালতে তিন মামলা

প্রকাশিত: ০৫:২৪, ২৭ অক্টোবর ২০১৭

হাইকোর্টের আদেশ জালিয়াতি ॥ বগুড়ার আদালতে তিন মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ হাইকোর্টের আদেশ জাল করে আদালতে দাখিলের ঘটনা ঘটেছে বগুড়ায়। জালিয়াতি ও প্রতারণার এই বিষয়টি ধরা পড়ায় এ বিষয়ে সদর থানায় বৃহস্পতিবার পৃথক ৩টি মামলা দায়ের হয়েছে। বগুড়ার ১ম জেলা ও দায়রা জজ আদালত এবং যুগ্ম জেলা জজ (৩য়) আদালতের দুই বেঞ্চ সহকারী বাদী হয়ে পৃথকভাবে মামলাগুলো দায়ের করেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুকিকালিদাস গ্রামের নিতাই কুমার সরকারসহ আরও অজ্ঞাত কয়েক ব্যক্তির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, আসামি নিতাই কুমার সরকার দুটি দায়রা মামলায় (১০১৪/১৩ ও ৭৪৩/১৩) বগুড়ার যুগ্ম জজ আদালতে জালিয়াতি মূলে হাইকোর্টের ভুয়া আদেশের কপি তৈরি করে চলতি বছরের ২৪ আগস্ট দাখিল করে। মামলায় দাখিল করা আদেশের বিষয়ে জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দাখিল করেন। এতে দেখা যায় আদেশটি ভুয়া, যোগসাজশি ও জাল। আসামি আইনজীবীর মাধ্যমে তা আদালতে জমা দেন। হাইকোর্টের সঠিক আদেশ যাচাই করে ওই প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া আদেশ তৈরির বিষয়টি উঠে আসে। অপর দিকে ১ম যুগ্ম জজ আদালেতেও এক আসামি (দায়রা মামলা ৮৬৫/১৩) ভুয়া ও জাল আদেশ দাখিল করে। চলতি বছরের ৩০ আগস্ট দাখিল করা আদেশ মূল আদেশের সঙ্গে মিল নেই। ১২ সেপ্টেম্বও প্রশাসনিক কর্মকর্তা আদেশের কপি যাচাই করে তা জাল, ভুয়া ও যোগসাজশি মূলে সৃষ্টি হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন বলে মামলায় বলা হয়। এ বিষয়ে বগুড়া সদর থানার ওসি জানিয়েছেন, হাইকোর্টের আদেশ জালিয়াতি করা সংক্রান্ত ৩টি মামলা দায়ের হয়েছে। বগুড়ার ১ম যুগ্ম জজ আদালেতের বেঞ্চ সহকারী মাহফুজার রহমান ও যুগ্ম জেলা জজ আদালতের (৩য়) বেঞ্চ সহকারী রতন কুমার রায় বাদী হয়ে এই ৩টি মামলা দায়ের করেন।
×