ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাফ্ফার চৌধুরীকে নিয়ে তথ্যচিত্র ‘একুশের গীতিকার’

প্রকাশিত: ০৭:০২, ২৬ অক্টোবর ২০১৭

গাফ্ফার চৌধুরীকে নিয়ে তথ্যচিত্র ‘একুশের গীতিকার’

সংস্কৃতি ডেস্ক ॥ নির্মাতা মাসুদ করিম নির্মাণ করছেন অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি’ এর কবিতার গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর জীবন ও কর্মভিত্তিক তথ্যচিত্র ‘একুশের গীতিকার’। লন্ডনের জোন ফাইভের এজওয়ারে আবদুল গাফ্ফার চৌধুরীর বাসভবনে এর চিত্রগ্রহণ করা হয়। এই তথ্যচিত্রে জানা যাবে তাঁর শৈশব থেকে বর্তমানের নানা অজানা কথাসহ কোন প্রেক্ষাপটে তিনি অমর একুশের সেই কালজয়ী কবিতাটি রচনা করেছিলেন। একুশের গীতিকারের কিছু অংশ ধারণ করা হবে আবদুল গাফফার চৌধুরীর জন্মস্থান বরিশালে। এছাড়াও এই তথ্যচিত্রে তাঁর বন্ধু মহলের সাক্ষাতকার এবং স্মৃতিচারণ থাকবে। আগামী ২১ ফেব্রুয়ারি ঢাকায় এই তথ্যচিত্রের প্রিমিয়ার শো হবে বলে জানা গেছে।
×