ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম প্রান্তিকে শমরিতার ইপিএস বেড়েছে

প্রকাশিত: ০৬:২৫, ২৬ অক্টোবর ২০১৭

প্রথম প্রান্তিকে শমরিতার ইপিএস বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ’১৭) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় গত বছরের তুলনায় বেড়েছে। আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ২২ পয়সা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সেপ্টেম্বর ২০১৭ শেষে ৩ মাসে কোম্পানির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ৫২ টাকা ৭৯ পয়সা। গত বছর ছিল ৫১ টাকা ৯ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার বিবিএস কেবলের লভ্যাংশ ঘোষণা গত ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ বোনাস ও ৫ শতাংশ নগদসহ মোট ২০ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিএস কেবল লিমিটেড। সূত্র মতে, আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১২ টাকা। শেয়ারপ্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৯.১৭ টাকা। ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটি আগামী ১২ ডিসেম্বর বেলা ১১টায় কারখানা প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নবেম্বর। -অর্থনৈতিক রিপোর্টার
×