ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

সাড়ে চার হাজার ‘পথশিশু’ ব্যাংক হিসাব খুলেছে

প্রকাশিত: ০৪:১৬, ২৫ অক্টোবর ২০১৭

সাড়ে চার হাজার ‘পথশিশু’ ব্যাংক হিসাব খুলেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় ব্যাংকিং সুবিধায় এসেছে পথশিশু ও কর্মজীবী শিশু-কিশোররা। চলতি বছরের জুন পর্যন্ত বিভিন্ন ব্যাংকে এসব শিশুদের হিসাব সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬৫টি। আর সুবিধাবঞ্চিত এসব পথ ও কর্মজীবী শিশুদের ওইসব ব্যাংক হিসাবে জমা হয়েছে ২৬ লাখ ৪৮ হাজার টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত ১৭টি বাণিজ্যিক ব্যাংকে ৪ হাজার ৩৬৫ জন সুবিধাবঞ্চিত পথশিশু ব্যাংক এ্যাকাউন্ট খুলেছে। যেসব হিসাবে জমা হয়েছে ২৬ লাখ ৪৮ হাজার টাকা। যেসব ব্যাংকগুলোতে পথশিশুরা এ্যাকাউন্ট খুলেছে সেগুলো হলো-সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ও উত্তরা ব্যাংক। এর মধ্যে চলতি বছরের জুন পর্যন্ত পথশিশুদের জন্য সবচেয়ে বেশি এক হাজার ২১টি হিসাব খুলেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। ব্যাংকটিতে এসব হিসাবধারী পথশিশুর জমা করা সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯ লাখ ৬৫ হাজার টাকায়।
×