ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে ডাকাতি ॥ ৪০ লাখ টাকার মাল লুট

প্রকাশিত: ০৫:৪৮, ২৪ অক্টোবর ২০১৭

টঙ্গীতে ডাকাতি ॥ ৪০ লাখ টাকার মাল লুট

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৩ অক্টোবর ॥ টঙ্গীতে একটি ফ্ল্যাট বাড়িতে দুই ঘণ্টাব্যাপী সশস্ত্র ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে ফ্ল্যাটের সদস্যদের হাত, পা, মুখ বেঁধে ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও সাড়ে ৫ লাখ টাকাসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। রবিবার রাতে স্থানীয় দত্তপাড়া হোসেন মার্কেট এলাকায় সাবেক টঙ্গী পৌরসভার মহিলা কমিশনার ফিরোজা আক্তারের দুই ভাইয়ের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে ফ্ল্যাটের ৩ বাসিন্দা আহত হয়েছেন। আহতরা হলেন- ফ্ল্যাট মালিক মনিরুজ্জামান ভূইয়ার ছেলে আসন্ন এইচএসসি পরীক্ষার্থী নিয়ামুল বশির নাবিল (১৭), মেয়ে ফাতেমা (১২) ও গৃহপরিচারিকা জুবেদা (৪৫)। বাড়ির মালিক মোঃ মনিরুজ্জামান ভূইয়া জানান, তারা দুই ভাই নিজস্ব ৬ তলা ফ্ল্যাটের দ্বিতীয় তলায় পাশাপাশি বাস করেন। রবিবার মাগরিবের নামাজের পর এক ব্যক্তি তার বড় ভাই মোয়াজ্জেম হোসেন ভূইয়ার খোঁজ জানতে কৌশলে বাসায় ঢুকে পড়ে। এরপর একে একে আরও ১৪/১৫ জন সশস্ত্র ডাকাত বাসায় ঢুকে যায়। বাসায় তখন গৃহপরিচারিকা ছাড়া কেউ ছিলেন না। ডাকাতরা প্রথমেই গৃহপরিচারিকা নার্গিসকে হাত, পা ও মুখ বেঁধে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। এরপর পাশের ফ্ল্যাটে (মনিরুজ্জামানের বাসায়) ঢুকে তার স্ত্রী নাজমা ইসলাম, শিশু কন্যা ফাতেমা, মাহদিয়া ও গৃহপরিচারিকা বিলকিসকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা, মুখ বেঁধে মোয়াজ্জেমের ফ্ল্যাটে নিয়ে যায়।
×