ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেশ অপেরার দুই যুগ পূর্তি উৎসব

প্রকাশিত: ০৫:২৯, ২৪ অক্টোবর ২০১৭

দেশ অপেরার দুই যুগ পূর্তি উৎসব

স্টাফ রিপোর্টার ॥ দেশের অন্যতম স্বতন্ত্রধারার যাত্রা সংগঠন দেশ অপেরার ২৪ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষা থিয়েটার হলে আগামীকাল বুধবার এক উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী বুধবার সন্ধ্যা ৬টায় উৎসব উদ্বোধন করবেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বিশিষ্ট সাংবাদিক অজয় দাশ গুপ্ত, বিশিষ্ট যাত্রাভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লুবনা মরিয়ম। আলোচনা করবেন ড. আমিনুর রহমান সুলতান, অভিনেত্রী ও নির্মাতা অরুণা বিশ্বাস, শিল্পীর জীবনী পাঠ করবেন নাট্যকার ও প্রাবন্ধিক অপূর্ব কুমার কু-ু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশ অপেরার উপদেষ্টা মঞ্চ সারথি নাট্যজন, আতাউর রহমান। উৎসব উপলক্ষে নানা আয়োজনের পাশাপাশি প্রতি বছরের মতো এবারও ৪ গুণীজনকে ‘অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক’ প্রদান করা হবে। সবশেষে থাকছে অমলেন্দু বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে যাত্রাপালা প্রযোজনা ‘আমি অমলেন্দু বিশ্বাস’ এতে একক অভিনয় করবেন মিলন কান্তি দে।
×