ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নারী ও শিশুর পুষ্টি মান বাড়ানোর দিক থেকে আমরা এখনও পিছিয়ে ॥ নাসিম

প্রকাশিত: ০৫:১৩, ২৪ অক্টোবর ২০১৭

নারী ও শিশুর পুষ্টি মান বাড়ানোর দিক থেকে আমরা এখনও পিছিয়ে ॥ নাসিম

বিশেষ প্রতিনিধি ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম জনগণের সঠিক পুষ্টির মান বাড়াতে আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেছেন, স্বাস্থ্য খাতে ৮-৯ বছরে বাংলাদেশ অনেকদূর এগিয়েছে। কিন্তু জনগণের পুষ্টির মান উন্নত করার ক্ষেত্রে বিশেষ করে নারী ও শিশুর পুষ্টিমান বাড়ানোর ক্ষেত্রে আমরা এখনও পিছিয়ে। সীমিত বাজেট নিয়ে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টরের সকল খাতে সমানভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। সোমবার বিকেলে কাওরান বাজার একটি জাতীয় দৈনিক পত্রিকার কার্যালয়ে ‘দেশে নারী ও কিশোরীদের জন্য পুষ্টি খাতে বিনিয়োগ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আরও আগামী বাজেটে স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ালে জনগণের পুষ্টির মানোন্নয়নে বিশেষ নজর দেয়ার পাশাপাশি নারী ও শিশুর যথাযথো পুষ্টি নিশ্চিত করা সম্ভব হবে। গ্রামীণ জনগণের সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এলক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেত্রীবৃন্দ ও শিক্ষক সমাজকে সম্পৃক্ত করে জনসম্পৃক্তমূলক আন্দোলন গড়ে তুলতে হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি মানসিক পরিচর্যার দিকে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানরা ঠিকমতো ক্লাসে যাচ্ছে কিনা, কি ধরনের বই পড়ছে বা কাদের সঙ্গে মেলামেশা করছে সেদিকেও নজরদারি করতে হবে। কোমলমতি শিশুর হাতে মোবাইলফোন বা ল্যাপটপ তুলে না দিয়ে সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার জন্য তাদের সময় দেয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি। গোলটেবিল বৈঠকে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাউয়ুম। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং সেবার মান নিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।
×