ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেসেঞ্জার থেকেই পেপ্যালের অর্থ আদান-প্রদান

প্রকাশিত: ০৪:১৯, ২৩ অক্টোবর ২০১৭

মেসেঞ্জার থেকেই পেপ্যালের অর্থ আদান-প্রদান

মেসেঞ্জার থেকেই পেপ্যালের মাধ্যমে অর্থ আদান-প্রদানের সুবিধা চালু করেছে ফেসবুক। সবশেষ গত এপ্রিলে বিভিন্ন বিল পরিশোধের জন্য মেসেঞ্জারে ‘পিয়ার টু পিয়ার’ পেমেন্ট সুবিধা যুক্ত করা হয়। প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সেবা চালু হয়েছে। যেখানে ২.৫ মিলিয়ন ব্যবহারকারী ফেসবুকে পেপ্যাল এ্যাকাউন্ট যুক্ত করেছেন। ব্যবহারকারীদের সুবিধার জন্য এরই মধ্যে মেসেঞ্জারে বট চালু করেছে পেপ্যাল। ফলে মেসেঞ্জারেই বটের মাধ্যমে পেপ্যাল এ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। -অর্থনৈতিক রিপোর্টার রোহিঙ্গা শরণার্থীদের বেপজার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ‘বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের’ পোশাক সামগ্রী এবং আর্থিক সহায়তা প্রদান করেছে। বেপজার মহাব্যবস্থাপক (জনসংযোগ) ও মহাব্যবস্থাপক, চট্টগ্রাম ইপিজেডের সমন্বয়ে একটি প্রতিনিধি দল গত ২০ অক্টোবর, কক্সবাজারে বাংলাদেশ সেনাবাহিনীর উখিয়া ক্যাম্প কমান্ডারের নিকট ইপিজেডের শিল্প প্রতিষ্ঠান হতে প্রাপ্ত ২৪ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রায় এক লাখ পিস তৈরি পোশাক, কম্বল ও চাদর হস্তান্তর করেন। বেপজা এবং ইপিজেডসমূহের বিনিয়োগকারীগণ আর্তমানবতার সেবায় সর্বদা এগিয়ে এসেছে। গত আগস্ট মাসে দেশের বন্যার্তদের সহায়তায় বেপজা তার কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ ৫ লাখ ৮৬ হাজার টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছে। -বিজ্ঞপ্তি
×