ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টিকাটুলী থেকে ছিনতাই চক্রের ৫ সদস্যকে পাকড়াও

প্রকাশিত: ০৪:০৪, ২৩ অক্টোবর ২০১৭

টিকাটুলী থেকে ছিনতাই চক্রের ৫ সদস্যকে পাকড়াও

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর টিকাটুলী থেকে সংঘবদ্ধ ছিনতাই ও চাঁদাবাজ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার রাতে তাদের টিকাটুলীসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, আটককালে তাদের কাছ থেকে মালয়েশিয়াগামী এক যাত্রীর ছিনতাইকৃত পাসপোর্টসহ সাতটি পাসপোর্ট ও মানুষকে জিম্মি করে আদায়কৃত ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ সালাউদ্দিন (৩৯), মোঃ শামসুল আলম (৩৮), ফরিদ আহাম্মেদ স্বপন (৩৫), জামাল হোসেন (৫৫) ও নুর ইসলাম (৪৬)। এ চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ছিনতাই করে আসছিল। বিশেষ করে বিদেশগামী যাত্রীদের কাছ থেকে পাসপোর্ট ছিনিয়ে নিয়ে সেগুলো ফেরত প্রদানের অজুহাতে জিম্মি করে টাকা-পয়সা হাতিয়ে নিত। এ রকম বেশ কয়েকটি অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়। র‌্যাব জানিয়েছে, বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার মশুলদি গ্রামের শাহ আলী তার ভাইকে নিয়ে সিএনজি যোগে রাজধানী সুপার মার্কেটের সামনে দিয়ে টিকাটুলী যাচ্ছিলেন। এ সময় হঠাৎ চার যুবক তাদের গতিরোধ করে পিস্তল ও ছোরা ঠেকায়। ভয়ে ভীতসন্ত্রস্ত হয়ে তারা সঙ্গে থাকা মালয়েশিয়ার ভিসাযুক্ত একটি পাসপোর্ট ও নগদ ৩৫ হাজার টাকা এবং দুটো মোবাইল ফোন দিতে বাধ্য হয়। তারা এগুলো নিয়েই দৌড়ে পালায়। এ বিষয়ে সেদিনই ওয়ারী থানার মামলা দায়ের করা হয়। পরে তারা র‌্যাব-১০ এর অধিনায়কের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। এতে র‌্যাব তাদের আটকের জন্য মাঠে নামে। একদিন পরই শনিবার সন্ধ্যায় ছিনতাইকারীরা বাদীকে জানায়, এক লাখ টাকা দিলে পাসপোর্ট ফেরত দেবে। এরপরই র‌্যাব ফাঁদ পাতে। রাতেই ইত্তেফাক মোড়ে ফুটপাথে ভিকটিমের নিকট হতে টাকা গ্রহণ করার সময় র‌্যাব তাদের হাতেনাতে ধরে ফেলে। এ সময় তাদের কাছ থেকে আরও ৬ ব্যক্তির ৬টি পাসপোর্ট, বিভিন্ন যাত্রীদের জিম্মি করে আদায়কৃত অগ্রিম চেকসহ মোট ৫ লাখ ১৩ হাজার টাকার চেক, ৮টি মোবাইল জব্দ করে।
×