ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাগমারা আওয়ামী লীগের ৯ নেতাকে অব্যাহতি

প্রকাশিত: ০৬:১৩, ২১ অক্টোবর ২০১৭

বাগমারা আওয়ামী লীগের ৯ নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগমারা উপজেলা আওয়ামী লীগের নয় নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বহিষ্কৃতরা হলেনÑ বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক টিপু, বিজ্ঞান ও তথ্যবিষয়ক সম্পাদক মামুনুর রহমান মামুন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক সাহার আলী, নির্বাহী সদস্য আব্দুস সালাম, আব্দুস সোবহান, উপজেলা কমিটির সদস্য ও তাহেরপুর পৌরসভার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এবং যোগীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। এদের মধ্যে জাকিরুল ইসলাম সান্টু ও আবুল কালাম আজাদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। গত ২৬ সেপ্টেম্বর বাগমারা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ব্যানারে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে উপজেলার সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের বিরুদ্ধে জঙ্গীবাদ ও চরমপন্থীদের মদদদানসহ নানা অভিযোগ তোলা হয়। এর পরের দিন বাগমারা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরী সভা ডাকা হয়। ওই সভায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ১১ জনকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়ে তা সুপারিশ আকারে জেলা কমিটিতে পাঠায় উপজেলা নির্বাহী কমিটি। উপজেলা কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে জেলা কমিটি ১১ জনকে কারণ দর্শানোর নোটিস দিয়ে সাত দিনের মধ্যে জবাব দিতে বলেছিল। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দীর্ঘ সময় ধরে চলে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এ সভা।
×