ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

প্রকাশিত: ০৪:১৫, ২০ অক্টোবর ২০১৭

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৩৯ হিজরি সনের পবিত্র সফর মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হবে। খবর বাসস’র। সভায় ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান সভাপতিত্ব করবেন। বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা গেলে তা টলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১-এ জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। ২৫ আইনজীবীকে সহকারী এ্যাটর্নি জেনারেল নিয়োগ স্টাফ রিপোর্টার ॥ সরকার হাইকোর্টের ২৫ আইনজীবীকে সহকারী এ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নতুন সহকারী এ্যাটর্নি জেনারেলগণ হলেন, মিয়া সিরাজুল ইসলাম, আঞ্জুমান আরা বেগম, নাজমা আরফিন, মফিজ উদ্দিন, রোকেয়া আক্তার, মোঃ মিজানুর রহমান, অবন্তী নুরুল, মোহাম্মদ সাইফুল আলম, মাহফুজা বেগম সাইদা, ফাতেমা রশিদ, সৈয়দা শবনব মুস্তারী, মোঃ তওফিক সাজাওয়ার, কালীপদ মৃধা, মোঃ আলতাফ হোসেন আমানী, মোঃ হাতেম আলী, মুহাম্মদ শাহীন মীরধা, আলী আকবর খান, মোঃ সেলিম আজাদ, আলেয়া খন্দকার, মারুফা আক্তার, একেএম আলমগীর পারভেজ ভূঞা, জায়েদী হাসান খান।
×