ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টি২০তে ফিরলেন হাফিজ

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ অক্টোবর ২০১৭

টি২০তে ফিরলেন হাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ মিস করা তারকা পেসার মোহাম্মদ আমিরও আছেন এই দলে। গত মাসে লাহোরে অনুষ্ঠিত বিশ্ব একাদশের বিপক্ষে ঐতিহাসিক তিন ম্যাচের টি২০ সিরিজে ছিলেন না হাফিজ। ওই সিরিজে খেলা তরুণ উমর আমিন, ফাহিম আশরাফ, আমির ইয়ামিনসহ অন্যরা নিজেদের জায়গা ধরে রেখেছেন। বাদ পড়েছেন কেবল পেসার সোহাইল খান। আমিরাতে চলমান ওয়ানডে সিরিজ শেষে ২৬ ও ২৭ অক্টোবর আবুধাবীতে অনুষ্ঠিত হবে প্রথম দুটি টি২০। ২৯ তারিখ লাহোরে বহুল আলোচিত তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ। যদিও বুধবার এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ৭ লঙ্কান ক্রিকেটার পাকিস্তানে যেতে রাজি বলে জানা গেছে। তবে দেশটির ক্রিকেট বোর্ড (এসএলসি) সবাইকে রাজি করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে লঙ্কানদের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলছেন ৩৭ বছর বয়সী হাফিজ। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ৪০ রান করার পাশাপাশি স্পিন বোলিংয়ে নেন ২ উইকেট। বিশেষ করে লো-স্কোরিং দ্বিতীয় ওয়ানডেতে তার বোলিং ছিল খুবই ইমপ্রেসিভ। ১০ ওভারে মাত্র ৩২ রান দিয়ে ১ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মিসবাহ-উল-হক পরবর্তী সময়ে হাফিজকেই ভাবা হতো পাকিস্তানের কা-ারি। সে লক্ষ্যে তাকে টি২০ অধিনায়কও করা হয়েছিল। কিন্তু স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেয়ার পর বোলিং এ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। সকল প্রতিকূলতা অতিক্রম করে আবার জাতীয় দলের ফিরেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। ইনজুরি থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া তারকা পেসার মোহাম্মদ আমিরকে টি-২০ দলে রেখেছেন নির্বাচকরা। তবে শর্ত হিসেবে ফিটনেসের দিকটি বিবেচনায় রাখা হয়েছে। আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে মাসের শুরুতে দ্বিতীয় টেস্টে ইনজুরিতে আক্রান্ত হন আমির। তাকে দুই বা তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়। লাহোরে বিশ্ব একাদশের বিপক্ষে আলোচিত টি২০ সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল সরফরাজের দল। উল্লেখ্য, ২০০৯ সালের মার্চে শ্রীলঙ্কান টিম বাসে সন্ত্রাসী হামলার পর বড় কোন দেশ সেখানে সফর করেনি। দেশটিতে শীর্ষ ক্রিকেট ফেরাতে তাই বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজটা ছিল বড় উপলক্ষ। পাকিস্তান টি-২০ দল ॥ সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফখর জামান, আহমেদ শেহজাদ, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, আমির ইয়ামিন, মোহাম্মদ আমির (ফিটনেস পরীক্ষা সাপেক্ষে), রুম্মন রইস, উসমান খান ও উমর আমিন।
×