ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্র না করে নির্বাচনের জন্য প্রস্তুত হোন

প্রকাশিত: ০৬:০৯, ১৯ অক্টোবর ২০১৭

ষড়যন্ত্র না করে নির্বাচনের জন্য প্রস্তুত হোন

বিশেষ প্রতিনিধি ॥ ষড়যন্ত্র না করে দলকে সংগঠিত করে আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিম-লীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘লন্ডনে বসে পুত্রের সঙ্গে আপনার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তাই ষড়যন্ত্র না করে দলকে সংগঠিত করুন, নির্বাচনের জন্য প্রস্তুত হন। নির্বাচন ছেড়ে পালিয়ে যাবেন না।’ বুধবার রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে তিনি এ আহ্বান জানান। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শহীদ শেখ রাসেলের জীবন থেকে শিক্ষা নেয়ার জন্য অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন. বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো আমাদের দেশেও সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। যে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গেছে তা আর কখনও ফিরে আসবে না। বিএনপি নেত্রী চিকিৎসার নামে তিন মাস লন্ডনে কাটিয়ে আসলেন। সেখানে পুত্রের সঙ্গে তার (খালেদা জিয়া) ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। আইনের দৃষ্টিতে সকলেই সমান এবং আইন তার নিজস্ব গতিতেই চলবে। আর আইনের দৃষ্টিতে কেউ দোষী সার্বস্ত হলে তাকে শাস্তি ভোগ করতেই হবে। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও তার স্ত্রী খালেদা জিয়া আশ্রয়-প্রশ্রয় দিয়ে বঙ্গবন্ধুর খুনীদের বাঁচিয়ে রেখেছিলেন। তাই জিয়াউর রহমান কখনও গণতন্ত্রের নেতা হতে পারে না। বঙ্গবন্ধুর খুনীদের সঙ্গে যেমন আওয়ামী লীগের কোন আপোষ হতে পারে না, তেমনি বঙ্গবন্ধুর খুনীদের দোসরদের সঙ্গেও কোন আপোষ হতে পারে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনীদের দোসররা চক্রান্ত করে আর ক্ষমতায় আসতে পারবে না। কেননা দেশে নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বানচাল করা যাবে না। আগামী নির্বাচনেও আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। শেখ রাসেল শিশু-কিশোর জাতীয় পরিষদের মহাসচিব মাহমুদ-উস-সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুর রহমান হারুন, দফতর সম্পাদক মুজিবুর রহমান হাওলাদার প্রমুূখ। জিয়া গণতন্ত্রের প্রবক্তা নন, উনি খলনায়ক- তথ্যমন্ত্রী ॥ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জিয়াউর রহমান হচ্ছেন সামরিক শাসনের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা নন। আসলে উনি একজন খলনায়ক। তাই প্রধান নির্বাচন কমিশনারকে বলব, সাংবিধানিক পদে থেকে ইতিহাস চর্চা, রাজনৈতিক চর্চা করবেন না। খালেদা জিয়ার পাতা ফাঁদে পা দেবেন না। শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বুধবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, জঙ্গী দমনের যুদ্ধে স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধারা সরকারে বা বিরোধী দলে থাকবেন, রাজাকাররা নয়। রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথ নিতে হবে। তাই জামায়াতকে ক্ষমতার বাইরে রাখতে হলে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রাখতে হবে। বাংলাদেশের চাকা উল্টোদিকে চালনোর জন্যই ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটানো হয়, যেখানে ছোট্ট শিশু রাসেলও রেহাই পায়নি। সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বঙ্গবন্ধু হত্যাকা-ের সঙ্গে জিয়াউর রহমান জড়িত দাবি করে বলেন, স্বৈরাচারী একনায়ক জিয়াউর রহমান কেবল শেখ রাসেলকে হত্যা করেননি, এদেশের শিশুদের শৈশবকে হত্যা করেছেন, তাদের ভবিষ্যতকে হত্যা করেছেন। এই জিয়াউর রহমান শিশুদের খেলার মাঠে দালান বানিয়েছে। পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করে ভুল শিক্ষা দিয়েছেন। শিশুদের বিনোদন ও সংস্কৃতিকে নিষ্পেষিত করেছেন বুটেরতলায়। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, যুবনেতা শহীদ সেরনিয়াবাত, মুজিবুর রহমান চৌধুরী, আবদুস সাত্তার মাসুদ, আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, মহিউদ্দিন আহমেদ মহি প্রমুূখ।
×