ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির পড়াশোনাবিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০৫:৫০, ১৭ অক্টোবর ২০১৭

অষ্টম শ্রেণির পড়াশোনাবিষয় ॥ বাংলাদেশ ও বিশ্বপরিচয়

চতুর্থ অধ্যায় প্রস্তুতি-১ বহুনির্বাচনী-৩০ (পূর্ব প্রকাশের পর) ২১। শিলাইদহ কোন জেলায় অবস্থিত ? (ক) পাবনা (খ) দিনাজপুর (গ) কুষ্টিয়া (ঘ) নাটোর। ২২। নিচের প্রশ্ন ( ? ) চিহ্নিত স্থানে কোনটি বসবে আহসান মঞ্জিল ঢাকা শহরের প্রতœ নিদর্শন হোসনি দালান ঢাকেশ্বরী মন্দির? (ক) সোনার গাঁও (খ) সরদার বাড়ি (গ) শশীলজ (ঘ) আর্মেনিয়ান চার্চ ২৩। আজাদ সাহেব বেচারাম দেউরি মসজিদে নিয়মিত নামাজ পড়েন। এই মসজিদটির বিশেষত্ব কী? (ক) সুলতানি আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন (খ) পাল যুগের স্থাপত্য শিল্পের নিদর্শন (গ) সেন আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন (ঘ) মোঘল আমলের স্থাপত্য শিল্পের নিদর্শন । ২৪। পানাম নগরের স্থাপত্যগুলো কী দিয়ে সাজানো হয়েছিল ? (ক) মার্বেল পাথর দিয়ে (খ) টেরাকোটা দিয়ে (গ) রঙিন মোজাইক দিয়ে (ঘ) টাইলস দিয়ে। ২৫। পানাম নগরের ইমারত কয়টি ? (ক) ২২টি (খ) ৩২টি (গ) ৪২টি (ঘ) ৫২টি। ২৬। ভারতবর্ষের শেষ মোঘল স¤্রাট কে ছিলেন? (ক) আকবর (খ) জাহাঙ্গীর (গ) শাহজাহান (ঘ) বাহাদুর শাহ জাফর। ২৭। ঔপনিবেশিক যুগের প্রত্ন পরিচয় বহণ করে কোনটি ? (ক) আহসান মঞ্জিল (খ) জাতীয় সংসদ (গ) সংস্কৃত কলেজ (ঘ) শহীদ মিনার। ২৮। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত ? (ক) পদ্মা (খ) মেঘনা (গ) যমুনা (ঘ) বুড়িগঙ্গা। ২৯। প্রথম ভারতীয় স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে আছে কোন স্থানটি ? (ক) আন্টাঘর ময়দান (খ) পানাম নগর (গ) আহসান মঞ্জিল (ঘ) মুজিব নগর। ৩০। সুলতানি আমলে বাংলাদেশের রাজধানী কোথায় ছিল ? (ক) পাবনা (খ) সোনারগাঁও (গ) রংপুর (ঘ) ঢাকা। উত্তর ঃ ২১(গ), ২২(ঘ), ২৩(ঘ), ২৪(গ), ২৫(ঘ), ২৬(ঘ), ২৭(ক), ২৮(ঘ), ২৯(ক), ৩০(খ)।
×