ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আমতলীতে স্লুইসগেট ভেঙ্গে ২০ হাজার মানুষ দুর্ভোগে

প্রকাশিত: ০৪:০৩, ১৫ অক্টোবর ২০১৭

আমতলীতে স্লুইসগেট ভেঙ্গে ২০ হাজার মানুষ দুর্ভোগে

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৪ অক্টোবর ॥ উপজেলার চাওড়া ইউনিয়নের পশ্চিম ঘটখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর নির্মিত ঘটখালী খালের স্লুইস গেটটি জোয়ারের পানির চাপে ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। এতে ওই এলাকার ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। দ্রুত স্লুইস গেট নির্মাণ করা না হলে আমন ও বিরি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা। ওই বাঁধ দিয়ে মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয়রা সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। জানা গেছে, উপজেলার পশ্চিম ঘটখালী গ্রামের পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর নির্মিত ঘটখালী খালে ১৯৭২ সালে দু’ব্যান্ডের স্লুইস নির্মাণ করে। ওই স্লুইস দিয়ে চাওড়া ইউনিয়নের পানি নিষ্কাশন হয়। গত দু’মাস ধরে ওই স্লুইসটির বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মাটি জোয়ারের পানির তোড়ে সরে যায়। বৃহস্পতিবার রাতে জোয়ারের পানির প্রবল চাপে স্লুইসটি ভেঙ্গে নদীতে বিলীন হয়ে গেছে। এতে ওই এলাকার বৈঠাকাটা, বেতমোড়, গিলাতলী, ঘটখালী, পশ্চিম ঘটখালী, বাঁশতলা, চালিতাবুনিয়া ও পাতাকাটা গ্রামের ২০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। জোয়ারের পানিতে ওই এলাকার বাড়ি-ঘর আমনের ক্ষেত তলিয়ে গেছে। দ্রুত স্লুইস গেট নির্মাণ করা না হলে লবণাক্ত পানি ঢুকে আমনের ফসলের ব্যাপক ক্ষতি ও রবি ফসল চাষাবাদের অনুপোযোগী হয়ে পড়বে বলে জানান কৃষকরা। আমতলী পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী মোঃ আলমগীর কবির বলেন স্লুইস গেট এলাকা পরিদর্শন করেছি। স্লুইসের বর্তমান অবস্থা উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মশিউর রহমান বলেন বিশ্বব্যাংক কর্তৃপক্ষকে স্লুইস গেট নির্মাণের জন্য প্রকল্প দেয়া হয়েছে।
×